মানবসম্পদবিকাশমন্ত্রক
ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং (এনআইওএস)-এর মাধ্যমে বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের পক্ষ থেকে অগ্নিপথ কর্মসূচিকে সমর্থন
Posted On:
16 JUN 2022 3:22PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৬ জুন, ২০২২
প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি ‘অগ্নিপথ’ প্রকল্পের কথা ঘোষণা করেছে। মেধা ভিত্তিক এই নিয়োগ প্রকল্পের উদ্দেশ্যই হল সেনাকর্মী, বায়ুসেনা কর্মী ও নৌসেনা কর্মী হিসেবে নিয়োগ করা। সংস্কার মূলক এই উদ্যোগের মাধ্যমে সশস্ত্র বাহিনীতে তারুণ্যের প্রতিরূপ বাড়বে। প্রকল্পের আওতায় তরুণ-তরুণীদের ‘অগ্নিবীর’ হিসেবে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ মিলবে। প্রশিক্ষণ পর্ব সহ চার বছরের মেয়াদে সশস্ত্র বাহিনীর স্থায়ী ক্যাডারে তরুণ-তরুণীদের সেবা করার সুযোগ দেওয়া হবে। প্রকল্প অনুসারে সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সীদের বাহিনীতে নিয়োগ করা হবে। দশম বা দ্বাদশ ঊত্তীর্ণ প্রার্থীরা সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
এক প্রাণবন্ত প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা এবং নাগরিক সমাজে সামরিক অনুশাসন সহ শৃঙ্খলাপরায়ণ ও দক্ষ যুবাদের সশস্ত্র বাহিনীতে সামিল করার এই উদ্যোগকে শিক্ষা মন্ত্রকের বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।
এই উদ্যোগকে সমর্থন জানাতে বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তর তার স্বশাসিত প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং (এনআইওএস)-এর মাধ্যমে প্রতিরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করছে। এ ধরণের কর্মসূচি গ্রহণের উদ্দেশ্যই হল দশম শ্রেণীর পরীক্ষায় ঊত্তীর্ণ অগ্নবীররা যাতে তাদের পড়াশোনা চালিয়ে যেতে এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতেও সফল হতে পারেন তার জন্য একটি বিশেষ পাঠ্যক্রম চালু করা। সেইসঙ্গে এই পাঠ্যক্রমকে সশস্ত্র বাহিনীতে সেবার বিভিন্ন ক্ষেত্রেও অত্যন্ত প্রাসঙ্গিক করে তোলা। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ঊত্তীর্ণ হওয়ার পর যে শংসাপত্র দেওয়া হবে তা সারা দেশে কর্মসংস্থান ও উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রেও স্বীকৃতি পাবে। এনআইওএস-এর এই বিশেষ কর্মসূচি নাম নথিভুক্তিকরণ, পাঠ্যসূচি প্রবর্তন, ছাত্রছাত্রীদের সহায়তা, অধ্যায়ন কেন্দ্রের স্বীকৃতি ও শংসাপত্র প্রদানের ক্ষেত্রে সহায়ক হবে।
PG/BD/NS
(Release ID: 1834592)
Visitor Counter : 210