স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯৪ কোটি ৭৬ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ৩ কোটি ৪৯ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ ৩৬ হাজার ২৬৭ হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৮৪

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭০ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৫০ শতাংশ

Posted On: 10 JUN 2022 9:46AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুন, ২০২২

 

সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৯৪ কোটি ৭৬ লক্ষ ৪২ হাজার ৯৯২ ছাড়িয়েছে।

১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ গত ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের ৩ কোটি ৪৯ লক্ষ ১৭ হাজার ৭৩২টি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একইভাবে, গত ১০ই এপ্রিল থেকে ১৮-৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ টিকার প্রিকশন ডোজ দেওয়া শুরু হয়েছে।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,০৪,০৭,৫১২

 

,০০,৪৬,৪৪৪

 

৫৩,৬৪,৬১৪

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,৮৪,২০,২৮৯

 

,৭৫,৯৪,৫১৩

 

৯০,৯৬,৪৭৭

 

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৪৯,১৭,৭৩২

 

,৮৮,৭১,৩৪৯

 

১৫-১৮ বছর বয়সী

 

 

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৯৭,৭২,৪৫৩

 

,৬৭,২৬,১৭২

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

৫৫,৭৪,৯৭,৯২১

 

৪৯,৩৬,৩৫,৩০৫

 

১৩,৪০,৩১২

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

২০,৩৩,০৮,৯৬১

 

১৯,১৬,৪৪,৫৩৭

 

১৭,১১,৫৫৩

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১২,৭১,৩৮,৩৬২

 

১১,৯৫,৭৯,৮০৫

 

,০৫,৬৮,৬৮১

 

 

প্রিকশন ডোজ

,৮০,৮১,৬৩৭

 

মোট

 

,৯৪,৭৬,৪২,৯৯২

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩৬ হাজার ২৬৭, যা মোট আক্রান্তের ০.০৮ শতাংশ।

একইভাবে, জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭০ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৯১ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৬ লক্ষ ৪৪ হাজার ৯২।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৮৪ জন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৩৫ হাজার ৫০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮৫ কোটি ৪১ লক্ষ ৯৮ হাজার ২৮৮।

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ১.৫০ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ২.২৬ শতাংশ।


CG/SS/SB



(Release ID: 1832838) Visitor Counter : 120