স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া চতুর্থ রাজ্য খাদ্য নিরাপত্তা সূচক প্রকাশ করেছেন

Posted On: 07 JUN 2022 1:44PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৭ জুন,  ২০২২
নাগরিকদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে শক্তিশালী করে তোলার প্রয়াসের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া(এফএএসএআই)-এর চতুর্থ রাজ্য খাদ্য নিরাপত্তা সূচক (এসএফএসআই) প্রকাশ করেছেন । খাদ্য নিরাপত্তার ৫টি মাপকাঠিতে রাজ্যগুলির পারদর্শিতার বিচারে এই উদ্যোগ নেওয়া হয়েছে । দেশের খাদ্য নিরাপত্তা ইকো ব্যবস্থাপনায় প্রতিযোগিতামূলক এবং ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ২০১৮-১৯ সাল থেকে এই এসএফএসআই প্রকাশ শুরু করা হয় । এই সূচক দেশের নাগরিকদের নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সরবরাহে সাহায্য করে । 
 
বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষ্যে বক্তৃতায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ জানান । তিনি বলেন, দেশ এবং পুষ্টি একে অপরের সঙ্গে গভীর ভাবে যুক্ত । একটি সমৃদ্ধশালী ভারত গঠনের জন্য একটি স্বাস্থ্যবান ভারতের প্রয়োজন । একটি স্বাস্থ্যবান ভারতের জন্য স্বাস্থ্যবান নাগরিক দরকার বলেও উল্লেখ করেন তিনি । গত কয়েক বছরে দেশে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সামগ্রিক উন্নয়নের কথাও তুলে ধরেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ।
 
ডঃ মান্ডভিয়া আরও জানান, সরকার দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে । জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় হাসপাতালগুলির পরিকাঠামোর উন্নতিসাধন করা হয়েছে ।  দেশের নাগরিকদের স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে  এফএসএসএআই-এর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি । কেন্দ্রীয় মন্ত্রী বলেন, খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করতে রাজ্যগুলির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । 
 
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ২০২১-২২ সালের ক্রমতালিকা ভিত্তিতে বিজয়ী রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সংশ্লিষ্ট ক্ষেত্রে অসাধারণ পারদর্শিতা দেখানোর জন্য অভিনন্দন জানান । এবছর বৃহত্তর রাজ্যের আওতায় তামিলনাড়ু তালিকার শীর্ষে রয়েছে । এরপরে রয়েছে গুজরাট এবং মহারাষ্ট্র । ছোট রাজ্যের আওতায় গোয়া তালিকার প্রথম স্থানে রয়েছে । এরপরে রয়েছে মণিপুর ও সিকিম । কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে জম্মু ও কাশ্মীর । দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি এবং তৃতীয় স্থানে রয়েছে চন্ডীগড় । 
 
ইট রাইট ইন্ডিয়া উদ্যোগ নেওয়ার মাধ্যমে স্মার্ট শহরগুলিতে সুনির্দিষ্ট পরিকল্পনা কার্যকর করে একটি স্বাস্থ্যকর, নিরাপদ এবং সুস্থায়ী খাদ্য পরিবেশ গড়ে তোলার জন্য গত বছর এফএসএসএআই যে ইট স্মার্ট সিটি চ্যালেঞ্জ-এর আয়োজন করেছিল, প্রতিযোগিতায় ১১টি বিজয়ী স্মার্ট শহরকেও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী । পাশাপাশি ডঃ মান্ডোভিয়া এদিন ইট রাইট রিসার্চ অ্যাওয়ার্ড অ্যান্ড গ্র্যান্ড – ফেস ২, ইট রাইট ক্রিয়েটিভিটি চ্যালেঞ্জ- ফেস ৩, বিদ্যালয় পর্যায়ে একটি প্রতিযোগিতা এবং আয়ুর্বেদ আহারের লোগো চালু করেছেন । পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী তেলমুক্ত রান্না এবং চিনিবিহীন মিষ্টান্ন সম্পর্কে উদ্ভাবনী রন্ধন প্রণালী বিষয়ে বিভিন্ন ই-বুক প্রকাশ করেছেন । এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণ, এফএসএসএআই-এর প্রধান কার্যনির্বাহী অধিকর্তা শ্রী অরুন সিংগাল সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । 
CG/SS/RAB


(Release ID: 1832043) Visitor Counter : 340