রেলমন্ত্রক
“অপারেশন মহিলা সুরক্ষা” চলাকালীন সারা ভারতে ১৫০ জন মহিলা উদ্ধার
Posted On:
02 JUN 2022 11:22AM by PIB Kolkata
নয়াদিল্লী, ০২ জুন, ২০২২
ভারতীয় রেলের কাছে মহিলাদের নিরাপত্তা সর্বদাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং সম্মুখসারির রেল কর্মচারীরা ভারতীয় রেলে মহিলাদের নিশ্চিন্ত ও সুরক্ষিত ভ্রমণ নিশ্চিত করতে সদা তৎপর। এই লক্ষ্যে দেশজুড়ে গত ৩রা থেকে ৩১ মে “অপারেশন মহিলা সুরক্ষা” অভিযান চালানো হয়।
এই সময়ে রেল সুরক্ষা বাহিনী মহিলা কামরায় বেআইনীভাবে ভ্রমণকারী ৭০০০-এরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে। আরপিএফ এই অভিযানের সময় ১৫০ মহিলাকেও উদ্ধার করে যাদের পাচার করা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
সারা ভারতে মহিলাদের নিশ্চিন্ত ও নিরাপদ ট্রেন ভ্রমণ নিশ্চিত করতে “মেরি সহেলি” প্রকল্পও চালু আছে। ২৮৩টি টিমে ২২৩টি স্টেশনে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা আধিকারিক এবং কর্মীরা এই প্রকল্পে কাজ করছেন। এই সময় প্রতিদিন ১১২৫ জন মহিলা আরপিএফ কর্মী প্রায় ২.২৫ লক্ষ মহিলা যাত্রীর সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুরক্ষার বন্দোবস্ত করেন।
অভিযান চলাকালীন ট্রেন এসকর্ট ডিউটিতেও ব্যাপকভাবে পুরুষ এবং মহিলা আরপিএফ কর্মীদের কাজে লাগানো হয়। মাত্র কয়েক মাস আগে এই মহিলা এবং পুরুষদের একত্রে ট্রেন এসকর্ট ডিউটির ব্যবস্থা চালু হয়েছে এবং এটি জনপ্রিয়ও হয়েছে।
রেল ব্যবহারকারীদের ট্রেনে ভ্রমণকালে নিরাপত্তার বিষয়ে সচেতন করার জন্য ৫৭৪২টি সচেতনতা-মূলক প্রচারের ব্যবস্থা করা হয়েছে। একমাসের এই অপারেশনে রেল সুরক্ষা বাহিনী নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও ১০জন মহিলার জীবন বাঁচিয়েছেন। এঁরা সকলেই ট্রেন থেকে নামা-ওঠার সময় পড়ে যাচ্ছিলেন বা বড় দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিলেন।
ভারতীয় রেল মহিলাদের নিরাপত্তা দেবার বিষয়ে আন্তরিক এবং দৃঢ় প্রতিজ্ঞ।
SC/NS
(Release ID: 1830525)
Visitor Counter : 246