অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্র জিএসটি বাবদ আজ পর্যন্ত বকেয়ার পুরোটাই মিটিয়ে দিয়েছে

Posted On: 31 MAY 2022 5:08PM by PIB Kolkata

                                                                                                                                                                              নয়াদিল্লি, ৩১ মে, ২০২২

 

কেন্দ্রীয় সরকার ৮৬ হাজার ৯১২ কোটি টাকা বরাদ্দ করে রাজ্যগুলিকে ৩১শে মে পর্যন্ত জিএসটি ক্ষতিপূরণ হিসাবে প্রাপ্য বকেয়ার পুরোটাই মিটিয়ে দিয়েছে। রাজ্যগুলি যাতে তাদের সম্পদের সুষ্ঠু পরিচালনা এবং চলতি বছরে মূলধন খাতে ব্যয় অব্যাহত রাখতে পারে, তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। জিএসটি ক্ষতি পূরণ তহবিলে কেবল ২৫ হাজার টাকা থাকা সত্ত্বেও রাজ্যগুলিকে প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। বাকি অর্থ কেন্দ্র বকেয়া সেস সংগ্রহ থেকে মেটাচ্ছে। 

উল্লেখ করা যেতে পারে, পণ্য ও পরিষেবা কর ২০১৭’র পয়লা জুলাই কার্যকর হয়। সেই সময় জিএসটি (রাজ্যগুলিকে ক্ষতি পূরণ) আইন, ২০১৭’র সংস্থান অনুযায়ী, পাঁচ বছর পণ্য ও পরিষেবা কর রূপায়ণ খাতে রাজস্ব সংগ্রহে ক্ষতির পরিমাণ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। রাজ্যগুলিকে ক্ষতি পূরণ দেওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটি পণ্য সামগ্রীর উপর সেস আরোপ করা হচ্ছে। সেই অনুযায়ী, সেস বাবদ সংগৃহীত অর্থ ক্ষতি পূরণ তহবিলে জমা হচ্ছে। 

২০১৭-১৮ এবং ২০১৮-১৯ এ রাজ্যগুলিকে ক্ষতি পূরণ তহবিলে পর্যপ্ত অর্থ না থাকা সত্ত্বেও দ্বিমাসিক জিএসটি ক্ষতি পূরণ সময় মতো মেটানো হয়েছে। রাজ্যগুলির অধিকারে থাকা রাজস্ব খাতে ১৪ শতাংশ বৃদ্ধি হলেও সেস সংগ্রহ সমানুপাতিক হারে বৃদ্ধি পায়নি। এমনকি, কোভিড-১৯ এর সময় এই ফারাক আরও বেড়েছে। 

ক্ষতি পূরণ তহবিলে ঘাটতি সত্ত্বেও রাজ্যগুলির প্রকৃত সম্পদ চাহিদা মেটাতে কেন্দ্র ২০২০-২১ এ ঋণ নিয়ে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা এবং ২০২১-২২ এ ১ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা মিটিয়ে দেয়। এছাড়াও, রাজ্যগুলির প্রকৃত সম্পদ চাহিদা মেটাতে নিয়মিতভাবে জিএসটি ক্ষতি পূরণ তহবিল থেকে প্রাপ্য মেটানো হয়েছে। 

কেন্দ্র ও রাজ্যগুলির সর্বাত্মক প্রয়াসের ফলে সেস সহ মাসিক জিএসটি সংগ্রহে লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে। মে মাসে রাজ্যগুলিকে জিএসটি ক্ষতি পূরণ বাবদ ৮৬ হাজার ৯১২ কোটি টাকা দেওয়ার ফলে বকেয়ার পুরোটাই মেটানো হ’ল। কেবল জুন মাসে ক্ষতি পূরণ বাকি রয়েছে। মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী জিএসটি ক্ষতি পূরণ বাবদ পশ্চিমবঙ্গকে মে মাসে ৬ হাজার ৫৯১ কোটি টাকা দেওয়া হয়েছে। 

 

CG/BD/SB


(Release ID: 1830074) Visitor Counter : 182