সারওরসায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনার রূপায়ণকারী সংস্থা ফার্মাসিউটিক্যালস্‌ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ব্যুরো অফ ইন্ডিয়া এই প্রথম চলতি মে মাসে ১০০ কোটি টাকারও বেশি বিক্রি করেছে

Posted On: 31 MAY 2022 1:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মে, ২০২২

 

সাধারণ মানুষ বিশেষ করে দরিদ্র ব্যক্তিদের সুলভে গুণগতমানের ওষুধপত্র যোগান দিতে সরকার আগামী বছর মার্চ মাসের মধ্যে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ১০ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে। আজ পর্যন্ত এ ধরনের কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩৫। কর্মসূচির আওতায় দেশের ৭২৯টি জেলাকেই নিয়ে আসা সম্ভব হয়েছে।

ফার্মাসিউটিক্যালস্‌ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ব্যুরো অফ ইন্ডিয়া সারা দেশে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রগুলিতে অত্যাবশ্যকীয় ওষুধপত্রের নিরবচ্ছিন্ন যোগান অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা রূপায়ণকারী এই সংস্থাটি গত ৮ বছরে এই প্রথম চলতি মে মাসে ১০০ কোটি টাকারও বেশি বিক্রি করেছে। এর ফলে, দেশে সাধারণ মানুষের প্রায় ৬০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত বছরের মে মাসে এই সংস্থাটির মোট বিক্রির পরিমাণ ছিল ৮৩ কোটি ৭৭ লক্ষ টাকা। সরকারের এই মহৎ উদ্যোগের ফলে সাধারণ মানুষের খরচ অনেকাংশে হ্রাস পেয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রগুলি থেকে ১ হাজার ৬০০টিরও বেশি বিভিন্ন ধরনের ওষুধ ও ২৫০টি সার্জিকাল সামগ্রী পাওয়া যায়। এর মধ্যে আয়ুষ সামগ্রী এবং মাত্র ১ টাকার বিনিময়ে সুবিধা স্যানিটারি প্যাডও রয়েছে।

প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনায় দেশের আরও বেশি সংখ্যক মানুষের কাছে জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে গুণগতমানের জেনেরিক ওষুধপত্র পৌঁছে দিতে ৪০৬টি জেলার ৩ হাজার ৫৭৯টি ব্লকে নতুন এ ধরনের কেন্দ্র খোলার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়। ছোট শহর ও ব্লক পর্যায়ের প্রাণ কেন্দ্রগুলিতে এবার থেকে জন ঔষধি কেন্দ্র খোলা যাবে। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনায় ৫ লক্ষ টাকা উৎসাহভাতা এবং ২ লক্ষ টাকার বিশেষ উৎসাহভাতা দেওয়া হয়। মহিলা, তপশিলি জাতি/উপজাতি, পার্বত্য জেলা, দ্বীপবেষ্টিত জেলা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে জন ঔষধি কেন্দ্র খোলার ক্ষেত্রে উৎসাহভাতা পাওয়া যায়। এ ধরনের কেন্দ্রের সংখ্যা বাড়লে দেশের প্রতিটি কোণায় সাধারণ মানুষ সুলভে জেনেরিক ওষুধ সংগ্রহ করতে পারবেন।

ফার্মাসিউটিক্যালস্‌ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ব্যুরো অফ ইন্ডিয়া সরবরাহ-শৃঙ্খল আরও শক্তিশালী করতে গুরুগ্রাম, চেন্নাই, গুয়াহাটি ও সুরাটে ৪টি মজুত ভান্ডার স্থাপন করছে। এছাড়া, দেশের প্রতিটি প্রান্তে সময় মতো সরবরাহ সুনিশ্চিত করতে ৩৯টি ডিস্ট্রিবিউটরদের নেটওয়ার্ক রয়েছে।

 

CG/BD/SB


(Release ID: 1829861) Visitor Counter : 179