গ্রামোন্নয়নমন্ত্রক

প্রধানমন্ত্রী আগামীকাল হিমাচল প্রদেশের সিমলায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন

Posted On: 28 MAY 2022 7:11PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৮ মে, ২০২২
 
আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকারের ৯টি মন্ত্রক ও দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত প্রায় ১৬টি প্রকল্প ও কর্মসূচির সুফলভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মতবিনিময় করেবেন। জাতীয় স্তরের এই অনুষ্ঠানের নামকরণ হয়েছে গরীব কল্যাণ সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে শ্রী মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। মূল অনুষ্ঠানটি হিমাচল প্রদেশের সিমলায় আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে কিষাণ সম্মান নিধির একাদশ তম কিস্তিতে ২১ হাজার কোটি টাকা সুফলভোগীদের হস্তান্তর করবেন। মূল অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রাজ্যের রাজধানী, জেলা সদর দপ্তরে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানগুলিতে বিভিন্ন কর্মসূচির সুফলভোগীরা, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, বিধায়ক এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। 
 
রাজ্য ও জেলা স্তরে যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, তা শুরু হবে বেলা ৯টা ৪৫ মিনিট নাগাদ। এরপর বেলা ১১টা নাগাদ রাজ্য ও জেলা স্তরে আয়োজিত অনুষ্ঠানগুলি মূল অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হবে। দূরদর্শনের জাতীয় ও সমস্ত আঞ্চলিক চ্যানেলে মূল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও MyGov প্ল্যাটফর্মে মূল অনুষ্ঠানটি সরাসরি ওয়েবকাস্ট করা হবে। একাধিক সোশ্যাল মিডিয়া চ্যানেল যেমন ইউটিউব, ফেসবুক, ট্যুইটার এবং ইনস্টাগ্রামেও মূল অনুষ্ঠানটি দেখা যাবে। 
 
প্রধানমন্ত্রীর সঙ্গে সুভলভোগীদের এই মতবিনিময় বিভিন্ন কর্মসূচির নাগরিক-কেন্দ্রিক প্রয়াসগুলিকে জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাপনের মানোন্নয়নের পথ মসৃণ করবে বলে মনে করা হচ্ছে। প্রকৃতপক্ষে জনগণের আশা-আকাঙ্খা সম্পর্কে সরকারকে সচেতন হতে এধরণের মতবিনিময় কর্মসূচি যেমন বড় ভূমিকা নেয়, তেমনই দেশের অগ্রগতিতে যাতে কোন ব্যক্তিই বাদ না পড়েন, তা সুনিশ্চিত করতে সাহায্য করে। 
 
প্রধানমন্ত্রী শ্রী মোদী যে ১৬টি প্রকল্প / কর্মসূচির সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন, তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল - প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ ও শহরাঞ্চল), প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, পোষণ অভিযান, স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ ও শহরাঞ্চল), জল জীবন মিশন, এক দেশ এক রেশন কার্ড, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রভৃতি। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1829082) Visitor Counter : 214