নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
পিএম কুসুম প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষের জন্য এমএনআরই –এর পরামর্শ জারি
Posted On:
27 MAY 2022 1:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ মে, ২০২২
নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক (এমএনআরই) প্রধানমন্ত্রী কিষাণ উর্জা সুরক্ষা ইভম উত্থান মহাঅভিযান(পিএম কুসুম) প্রকল্প বাস্তবায়ন করেছে । এর আওতায় স্বতন্ত্র সৌর পাম্প স্থাপন এবং কৃষি পাম্পগুলিকে সৌর বিদ্যুতের মাধ্যমে চালনার জন্য ভর্তুকি দেওয়া হয় । কৃষকরা ২ মেগাওয়াট পর্যন্ত গ্রীড সংযুক্ত সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারেন । এই প্রকল্পটি রাজ্য সরকারের মনোনীত বিভাগের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এবং এই জাতীয় সমস্ত মনোনীত বিভাগের বিশদ বিবরণ এমএনআরই-এর ওয়েবসাইট www.mnre.gov.in – এ পাওয়া যাবে ।
এই প্রকল্প চালু হওয়ার পর মন্ত্রক লক্ষ্য করেছে যে বেশকিছু জালিয়াতি ওয়েবসাইট পিএম কুসুম প্রকল্পে নাম নথিভুক্তিকরণ পোর্টাল বলে দাবি করেছে । এধরণের অনুমোদিত নেই এমন ওয়েবসাইটগুলি প্রকল্পে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে অর্থ ও তথ্য সংগ্রহ করছে । তাই সাধারণ মানুষের যে কোন ধরণের ক্ষয়ক্ষতি এড়াতে এমএনআরই পূর্বেও জনসাধারণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে । সাধারণ মানুষকে কোন রেজিস্ট্রেশন ফি জমা না দেওয়া বা এধরণের ওয়েবসাইটে কোন ব্যক্তিগত তথ্য ভাগ না করে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে । অভিযোগ পাওয়ার পর দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে । এমনকি বেশ কয়েকটি জাল নাম নথিভুক্তকারী পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে ।
প্রতারণামূলক ওয়েবসাইট ছাড়াও হোয়াটস অ্যাপ এবং অন্য উপায়গুলির সাহায্যে সম্ভাব্য সুবিধাভোগীদের বিভ্রান্ত করা হচ্ছে । তাই মন্ত্রক পিএম কুসুম প্রকল্পে আগ্রহী ব্যক্তিদের কোন ব্যক্তিগত তথ্য দেওয়া বা অর্থ জমা দেওয়ার আগে ওয়েবসাইটের সত্যতা যাচাই করে নেওয়ার জন্য দৃঢ় ভাবে পরামর্শ দিয়েছে । মন্ত্রক এও পরামর্শ দিয়েছে যে পিএম কুসুম প্রকল্পের জন্য নাম নথিভুক্তিকারী পোর্টাল বলে দাবি করা এমন হোয়াটস অ্যাপ/এসএমএস-এর মাধ্যমে প্রাপ্য কোন সন্দেহজনক লিঙ্কে যেন ক্লিক না করা হয় ।
এই প্রকল্প এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য যোগ্যতা সম্পর্কিত তথ্য এমএনআরই ওয়েবসাইট http://www.mnre.gov.in অথবা পিএম কুসুম কেন্দ্রীয় পোর্টাল https://pmkusum.mnre.gov.in - এ পাওয়া যাবে । ১৮০০-১৮০-৩৩৩৩ এই টোলফ্রি নম্বরে ডায়েল করেও বিস্তারিত তথ্য জানা যাবে ।
CG/SS/RAB
(Release ID: 1828856)
Visitor Counter : 215