প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ২৮শে মে গুজরাট সফর করবেন
‘সহকার সে সমৃদ্ধি’ – বিষয়ক আলোচনাচক্রে বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন
প্রধানমন্ত্রী কলোলে আইএফএফসিওতে তরল ন্যানো ইউরিয়া প্ল্যান্টের উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী আটকোটে মতুশ্রী কেডিপি মাল্টিস্পেশালিটি হাসপাতালটি পরিদর্শন করবেন ও একটি জনসভায় ভাষণ দেবেন
Posted On:
27 MAY 2022 9:17AM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৭শে মে, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮শে মে গুজরাট সফর করবেন। সকাল ১০টায় শ্রী মোদী রাজকোটের আটকোটে নবনির্মিত মতুশ্রী কেডিপি মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করবেন। এরপর তিনি সেখানে একটি জনসভায় ভাষণ দেবেন। বিকেল চারটেয় প্রধানমন্ত্রী গান্ধীনগরে মহাত্মা মন্দিরে একটি আলোচনাচক্রে বক্তব্য রাখবেন। এই আলোচনাচক্রের বিষয় ‘সহকার সে সমৃদ্ধি’। বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে শ্রী মোদী কলোলে আইএফএফসিও-র তরল ন্যানো ইউরিয়া প্ল্যান্টের উদ্বোধন করবেন।
গান্ধীনগরে প্রধানমন্ত্রী
গুজরাটের সমবায় ক্ষেত্র সারা দেশের কাছে আদর্শ । এই রাজ্যে ৮৪ হাজারেরও বেশী সমবায় প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলির সঙ্গে ২ কোটি ৩১ লক্ষ সদস্য যুক্ত। রাজ্যে সমবায় আন্দোলনকে আরো শক্তিশালী করতে গান্ধীনগরে মহাত্মা মন্দিরে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে।এই আলোচনাচক্রের বিষয় ‘সহকার সে সমৃদ্ধি’। বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সাত হাজারের বেশী প্রতিনিধি এই আলোচনাচক্রে অংশগ্রহণ করবেন।
কৃষিতে উৎপাদন বাড়াতে এবং কৃষকদের আয় বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী কলোলে আইএফএফসিও-র একটি তরল ন্যানো ইউরিয়া প্ল্যান্টের উদ্বোধন করবেন। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৭৫ কোটি টাকা। ন্যানো ইউরিয়া ব্যাবহারের মধ্য দিয়ে দেশে শস্যের উৎপাদন বৃদ্ধির কথা বিবেচনা করে অত্যাধুনিক এই প্ল্যান্টটি তৈরি করা হয়েছে। এখান থেকে প্রতিদিন ৫০০ মিলিলিটার ধারণ ক্ষমতা সম্পন্ন দেড়লক্ষ বোতল সার উৎপাদন হবে।
রাজকোটের আটকোটে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী রাজকোটের আটকোটে যে মতুশ্রী কেডিপি মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করবেন, সেটি শ্রী প্যাটেল সেবা সমাজ পরিচালনা করে থাকে। এই হাসপাতাল থেকে সংশ্লিষ্ট অঞ্চলের লোকেরা উন্নত চিকিৎসা সরঞ্জামের সাহায্যে আন্তর্জাতিক মানের পরিষেবা পাবেন। হাসপাতাল পরিদর্শনের পর শ্রী মোদী সেখানে একটি জনসভায় ভাষণ দেবেন।
CG/CB/
(Release ID: 1828833)
Visitor Counter : 171
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam