স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কয়েকটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড-১৯ টিকাকরণের গতি মন্থর হওয়ায় স্বাস্থ্য মন্ত্রকের উদ্বেগ প্রকাশ

Posted On: 20 MAY 2022 2:52PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ মে, ২০২২

 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কয়েকটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড-১৯ টিকাকরণের গতি অপ্রত্যাশিতভাবে মন্থর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। এই রাজ্য/কেন্দ্রাশাসিত অঞ্চলগুলিকে সমস্ত যোগ্য সুফলভোগীর সম্পূর্ণ টিকাকরণে গতি আনতে অনুরোধ জানানো হয়েছে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্য সচিব ও জাতীয় হেলথ মিশনের দায়িত্বে থাকা রাজ্যস্তরীয় আধিকারিকদের সঙ্গে আজ এক ভিডিও কনফারেন্সে কোভিড-১৯ টিকাকরণের গতি পর্যালোচনা করতে গিয়ে একথা বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণ। 

সম্প্রতি টিকাকরণের গতিতে যে মন্থরতা এসেছে, তা ত্বরান্বিত করার উপর মিশন মোড-ভিত্তিতে প্রয়াস গ্রহণ করার কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব আগামী জুন ও জুলাই মাসে ‘হর ঘর দস্তক’ অভিযানের দ্বিতীয় পর্যায়ে জেলা, ব্লক ও গ্রাম পর্যায়ে যথাযথ পরিকল্পনা গ্রহণের জন্য রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দিয়েছেন। এই অভিযানের উদ্দেশ্যই হ’ল – যোগ্য প্রত্যেক ব্যক্তিকে বাড়ি বাড়ি গিয়ে কোভিড-১৯ টিকার প্রথম, দ্বিতীয় ও প্রিকশন ডোজ দেওয়া। একই সঙ্গে, বৃদ্ধাবাস, বিদ্যালয়/কলেজ এবং স্কুলছুট পড়ুয়াদের টিকাকরণে জোর দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। টিকাকরণের কাজে গতি আনতে স্বাস্থ্য সচিব উদ্ভাবনমূলক প্রয়াস গ্রহণের উপর জোর দেন। তিনি জানান, দেশে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯১ কোটি ছাড়িয়েছে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মেয়াদ উত্তীর্ণ হতে চলা যে টিকার ডোজ হাতে রয়েছে, তা দ্রুত সদ্ব্যবহারের কথাও বলেন তিনি। কোভিড-১৯ টিকাকে মূল্যবান জাতীয় সম্পদ হিসাবে গণ্য করে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোনোভাবেই যাতে টিকার একটি ডোজও অপচয় না হয়, তা সুনিশ্চিত করার কথা বলেন। চলতি মে ও আগামী জুন ও জুলাই মাসে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে টিকার যে বিপুল পরিমাণ অব্যবহৃত ডোজ রয়েছে, তা দ্রুত কাজে লাগাতে পরামর্শ দেয়। তিনি আরও বলেন, কোনও পরিস্থিতিতেই কোভিড-১৯ টিকাকরণ কেন্দ্র বা রাজ্য সরকার সেই সমস্ত ব্যক্তি, যাঁরা বিদেশ সফরের পূর্বে প্রিকশন ডোজ নিতে চাইছেন, তাঁদের নথিপত্র পেশ করার জন্য জোর করতে পারবে না।

 

CG/BD/SB



(Release ID: 1827014) Visitor Counter : 106