প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী কুশীনগরে মহাপরিনির্বাণ স্তুপে প্রার্থনা করেছেন

Posted On: 16 MAY 2022 7:19PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৬  মে, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সোমবার (১৬-ই মে)উত্তরপ্রদেশের কুশীনগরে মহাপরিনির্বাণ স্তুপে প্রার্থনা করেছেন। এর আগে প্রধানমন্ত্রী ভগবান বুদ্ধের জন্মস্থান নেপালের লুম্বিনি পরিদর্শন এবং মায়াদেবী মন্দিরে প্রার্থনা করেন। লুম্বিনি সন্ন্যাস অঞ্চলে বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য ভারত আন্তর্জাতিক কেন্দ্র নির্মাণ শিলান্যাস অনুষ্ঠানে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গে তিনি উপস্থিত ছিলেন। শ্রী মোদী নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে লুম্বিনির আন্তর্জাতিক কনভেশন সেন্টার ও মেডিটেশন হলে ২৫৬৬-তম বুদ্ধ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। 
 
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, সরকার কুশীনগরের পরিকাঠামো বৃদ্ধির জন্য একাধিক প্রয়াস চালাচ্ছে। 
 
প্রধানমন্ত্রী ট্যুইটে বলেছেন, “কুশীনগরে মহাপরিনির্বাণ স্তুপে প্রার্থনা জানিয়েছি। আমাদের সরকার কুশীনগরের পরিকাঠামো বৃদ্ধির জন্য একাধিক প্রয়াস চালাচ্ছে, যাতে আরও বেশি তীর্থযাত্রী এখানে আসতে পারেন।”
 
 
CG/SS/NS

(Release ID: 1826026) Visitor Counter : 147