নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইন্টারসোলার ইউরোপ ২০২২ – এ যোগদানের জন্য শ্রী ভগবন্ত খুবা মিউনিখে পৌঁছলেন

Posted On: 12 MAY 2022 11:10AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মে, ২০২২

 

নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী ভগবন্ত খুবা আজ ইন্টারসোলার ইউরোপ ২০২২ – এ যোগদান করার জন্য জার্মানীর মিউনিখে পৌঁছেছেন। ভারতে সৌরশক্তি বাজারে বিনিয়োগের লক্ষ্যে এই সম্মেলনে মন্ত্রী ভাষণ দেবেন।

মন্ত্রীকে স্বাগত জানান, মিঃ টোবিয়াস উইন্টার ডিরেক্টর ইন্দো-জার্মান এনার্জি ফোরাম এবং সুব্রক্ষ্মনিয়াম পুলিপাকা, ন্যাশনাল সোলার এনার্জি ফেডারেশন অফ ইন্ডিয়া’র মুখ্য কার্যনির্বাহী। মিউনিখে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও মন্ত্রী সাক্ষাৎ করেন। মন্ত্রী জানান, বৈদ্যুতিক যানবাহন উৎপাদকদের জন্য ভারতে ভালো সুযোগ রয়েছে।

পুর্নব্যবহারযোগ্য শক্তি ক্ষেত্রে ভারতে বিনিয়োগের সুযোগের বিষয়ে আলোচনা হয়।

 

SC/SB


(Release ID: 1824680) Visitor Counter : 126