শিল্পওবাণিজ্যমন্ত্রক

ওমানের একটি উচ্চ পর্যায়ের বহু ক্ষেত্রীয় প্রতিনিধি দলের ১০-১৪ মে পর্যন্ত ভারত সফর

Posted On: 10 MAY 2022 11:30AM by PIB Kolkata
নয়াদিল্লী,  ১০ মে, ২০২২
 
ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রসার মন্ত্রী মিঃ কায়েস বিন মুহাম্মদ আল ইউসুফ-এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বহু ক্ষেত্রীয় প্রতিনিধি দল ১০-১৪ মে পর্যন্ত ভারত সফর করছেন। ৪৮ সদস্যের এই প্রতিনিধি দলে স্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল, খনি, পর্যটন, টেলিযোগাযোগ, বিদ্যুৎ, জাহাজ পরিবহণ ও আবাসন ক্ষেত্রের শীর্ষ আধিকারিক তথা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। 
 
সফরকালে দুই দেশের আধিকারিকরা আগামীকাল নতুন দিল্লিতে দশম ভারত - ওমান যৌথ কমিশনের বৈঠকে অংশ নেবেন। যৌথ ভাবে এই বৈঠকের সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এবং সে দেশের মন্ত্রী মিঃ কায়েস বিন মুহাম্মদ আল ইউসুফ। 
 
ওমানের প্রতিনিধি দলটির ভারত সফর এমন এক গুরুত্বপূর্ণ সময়ে হচ্ছে, যখন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২০২১-২২ অর্থবর্ষে ৮২ শতাংশ বেড়ে ৯.৯৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। দুই দেশের মধ্যে নিবিড় ও প্রগতিশীল অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে প্রতিনিধি দলটির সফর অত্যন্ত ফলপ্রসূ  হয়ে উঠবে। 
 
আগামী বৃহস্পতিবার ভারত - ওমান যুগ্ম বাণিজ্য পরিষদের একটি বৈঠক আয়োজন করা হয়েছে। বণিকসভা ফিকি এবং ওমান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথ ভাবে এই বৈঠকের আয়োজন করেছে। বৈঠকে দুই দেশের মন্ত্রীরা ভাষণ দেবেন এবং বাণিজ্য ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। ওমানের প্রতিনিধি দলটি নতুন দিল্লির পাশাপাশি মুম্বাইয়তেও একাধিক কর্মসূচিতে যোগ দেবে। এরমধ্যে রয়েছে ক্রেতা-বিক্রেতা বৈঠক, শিল্প সংস্থার মধ্যে মতবিনিময় এবং বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক। 
 
CG/BD/AS/


(Release ID: 1824153) Visitor Counter : 90