যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

টেলিযোগাযোগ মন্ত্রকের ডব্লিউপিসি শাখা আয়োজিত ২০২২ - এর চেন্নাই, নতুন দিল্লি, হায়দরাবাদ ও কলকাতা কেন্দ্রে আরটিআর (এ) পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ

Posted On: 09 MAY 2022 12:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ মে, ২০২২


কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের টেলিযোগাযোগ দপ্তর চেন্নাই, নতুন দিল্লি, হায়দরাবাদ ও কলকাতা কেন্দ্রের ২০২২ – এর রেডিও টেলিফোনি রেস্ট্রিকটেড (অ্যারো) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। টেলিযোগাযোগ মন্ত্রকের ওয়েবসাইটে এই নোটিশটির বিষয়ে বিস্তারিত তথ্য দেখতে এই লিঙ্কে ক্লিক করুন – https://dot.gov.in/spectrummanagement/release-rtr-exam-schedule-chennai-new-delhi-hyderabad-and-kolkata-centres-year যোগাযোগ মন্ত্রকের টেলিযোগাযোগ দপ্তরের ওয়্যারলেস প্ল্যানিং অ্যান্ড কো-অর্ডিনেশন শাখা ইন্ডিয়ান ওয়্যারলেস টেলিগ্রাফি (কমার্শিয়াল রেডিও অপারেটরস্ সার্টিফিকেট অফ প্রোফিশিয়েন্সি অ্যান্ড লাইসেন্স টু অপারেট ওয়্যারলেস টেলিগ্রাফি) নীতিমালা অনুসারে রেডিও টেলিফোনি রেস্ট্রিকটেড (অ্যারো)- এর দক্ষতা সংক্রান্ত শংসাপত্র ও অ্যারো মোবাইল পরিষেবা প্রদানের জন্য লাইসেন্স সংক্রান্ত পরীক্ষা নিয়ে থাকে।

কলকাতায় ১২ই ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য কলকাতার আঞ্চলিক লাইসেন্স অফিসারের কাছে আবেদনপত্র ১৫ই অক্টোবর থেকে ৩০শে অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। চেন্নাইয়ে ২৭শে জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য চেন্নাই আঞ্চলিক লাইসেন্স অফিসারের কাছে আবেদনপত্র ৭ই মে থেকে ২১শে মে’র মধ্যে জমা দিতে হবে। নতুন দিল্লিতে ২২শে অগাস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য নতুন দিল্লির আঞ্চলিক লাইসেন্স অফিসারের কাছে আবেদনপত্র ১৫ই জুন থেকে ৩০শে জুনের মধ্যে জমা দিতে হবে। হায়দরাবাদে ১৭ই অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য হায়দরাবাদের আঞ্চলিক লাইসেন্স অফিসারের কাছে আবেদনপত্র ১৫ই অগাস্ট থেকে ৩০শে অগাস্টের মধ্যে জমা দিতে হবে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে – উপরে ঘোষিত তারিখগুলি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ। এই তারিখের পরিবর্তন হতে পারে। যোগ্য প্রার্থীদের টেলিযোগাযোগ ওয়েবসাইটের মাধ্যমে পরিবর্তিত তারিখ ও পরীক্ষা নেওয়ার স্থান সম্পর্কে জানানো হবে। পরীক্ষার্থী, পরীক্ষক, কো-অর্ডিনেটর সহ অন্যান্য যেসব কর্মী এই পরীক্ষা পদ্ধতির সঙ্গে যুক্ত থাকবেন, তাঁদের সকলকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মাবলী মেনে চলতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/may/doc20225953901.pdf


CG/CB/SB



(Release ID: 1823925) Visitor Counter : 107