ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

বৈধ পরিমাপন আইন ২০০৯-এর মাধ্যমে অসাধু কার্যকলাপ দূর করা নিয়ে জাতীয় স্তরের কর্মশিবিরে আলোচনা

Posted On: 08 MAY 2022 12:26PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৮ মে,  ২০২২
 
গ্রাহক ও শিল্প সংস্থার মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে বৈধ পরিমাপন আইন ২০০৯-এর মাধ্যমে অসাধু কার্যকলাপ দূর করার বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আগামীকাল গ্রাহক বিষয়ক দপ্তর একদিনের একটি জাতীয় কর্মশিবির আয়োজন করছে। বৈধ পরিমাপন আইন ২০০৯-এর মাধ্যমে অসাধু কার্যকলাপ দূর করতে অযাচিত হস্তক্ষেপ এড়িয়ে সহজে ব্যবসার ওপর গুরুত্ব দেওয়া হয়। 
 
এছাড়াও একদিনের এই কর্মশিবির আয়োজনের উদ্দেশ্য হল¸ ব্যবসা বাণিজ্য ও আর্থিক অগ্রগতির ওপর বাধা সৃষ্টি না করেই অসাধু  কার্যকলাপের মাধ্যমে গ্রাহকদের প্রতারিত হওয়া থেকে রক্ষা করা। সহজে ব্যবসা বাণিজ্য এবং গ্রাহক স্বার্থ সুরক্ষায় বৈধ পরিমাপন আইনের মাধ্যমে অসাধু কার্যকলাপ দূর করার ক্ষেত্রে সাফল্যের বিষয়গুলিকে চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে তা নিয়ে আলোচনা করতেই এই কর্মশিবির আয়োজন করা হচ্ছে। 
 
কেন্দ্রীয় গ্রাহক বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এই কর্মশিবিরে পৌরোহিত্য করবেন। শিবিরে দুই বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী অশ্বীনি চৌবে এবং শ্রীমতী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ভাষণ দেবেন। এই আইনের মাধ্যমে অসাধু কার্যকলাপ দূর করার যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে রয়েছে ব্যবসা বাণিজ্যের ওপর বোঝা হ্রাস এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার; আর্থিক অগ্রগতির ওপর গুরুত্ব এবং গ্রাহক স্বার্থ সুরক্ষা প্রভৃতি। একদিনের এই কর্মশিবিরে বিভিন্ন মন্ত্রক, রাজ্যগুলির বৈধ পরিমাপন বিভাগের আধিকারিক ও শিল্প সংস্থার প্রতিনিধিরা যোগ দেবেন। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1823672) Visitor Counter : 127