স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮৯ কোটি ৮১ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ২ কোটি ৯৯ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ ১৯ হাজার ৬৮৮ হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৪৫

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৭৯ শতাংশ

Posted On: 06 MAY 2022 9:35AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬মে, ২০২২

 

সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮৯ কোটি ৮১ লক্ষ ৫২ হাজার ৬৯৫ ছাড়িয়েছে।

১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ গত ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের ২ কোটি ৯৯ লক্ষ ৪৬ হাজার ৯৩১ টি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একইভাবে, গত ১০ই এপ্রিল থেকে ১৮-৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া শুরু হয়েছে।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ


 

দ্বিতীয় ডোজ


 

প্রিকশন ডোজ

,০৪,০৫,৫০৫


 

,০০,২১,২৩০

 

৪৮,৮২,৭৬১

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ


 

দ্বিতীয় ডোজ


 

প্রিকশন ডোজ

,৮৪,১৬,৩৭২


 

,৭৫,৪৭,৯২৯

 

৭৮,১০,৫৭৪

 

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ


 

দ্বিতীয় ডোজ

,৯৯,৪৬,৯৩১


 

৮৮,৪৮,৯২০

 

১৫-১৮ বছর বয়সী


 

 

প্রথম ডোজ


 

দ্বিতীয় ডোজ

,৮৬,৩২,৪৫০


 

,২৮,৯৭,০৮৩

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ


 

দ্বিতীয় ডোজ


 

প্রিকশন ডোজ

৫৫,৫৯,৭২,১০৪


 

৪৮,০৪,৮৩,২১৬


 

,৩৪,৩০৫

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ


 

দ্বিতীয় ডোজ


 

প্রিকশন ডোজ

২০,২৯,৭৫,০৮৬


 

১৮,৮৫,৩৫,৭৬৯


 

,১৬,৪৩৩

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ


 

দ্বিতীয় ডোজ


 

প্রিকশন ডোজ

১২,৬৯,০৬,০৬৭


 

১১,৭৪,৭৬,৯৬১

 

,৫৪,৪২,৯৯৯

 

 

প্রিকশন ডোজ

,৯০,৮৭,০৭২

 

মোট

 

,৮৯,৮১,৫২,৬৯৫

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৯ হাজার ৬৮৮ হয়েছে, যা মোট আক্রান্তের ০.০৫ শতাংশ।

একইভাবে, জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৫ লক্ষ ৫১ হাজার ২৪৮।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৪৫ জন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৬৫ হাজার ৯১৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮৩ কোটি ৯৮ লক্ষ ৪৪ হাজার ৯২৫।

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৭৯ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৭৬ শতাংশ।


CG/SS



(Release ID: 1823297) Visitor Counter : 81