স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮৯ কোটি ২৩ লক্ষ ছাড়িয়েছে
১২ থেকে ১৪ বছর বয়সীদের ২ কোটি ৯১ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৯ হাজার ৫০০
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৫৭
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৭০ শতাংশ
Posted On:
02 MAY 2022 9:22AM by PIB Kolkata
নয়াদিল্লী, ০২ মে, ২০২২
দেশে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮৯ কোটি ২৩৭ লক্ষ ৯৮ হাজার ৩৪৭ ছাড়িয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ২ কোটি ৯১ লক্ষ ৮৪ হাজার ৩০৩টি টিকার ডোজ দেওয়া হয়েছে। একই ভাবে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া গত ১০ই এপ্রিল থেকে শুরু হয়েছে।
আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্যকর্মী
|
প্রথম ডোজ
|
১০৪০৫২৮৬
|
দ্বিতীয় ডোজ
|
১০০১৮২৭৯
|
প্রিকশন ডোজ
|
৪৮২৬৯০৭
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
|
১৮৪১৬০১৭
|
দ্বিতীয় ডোজ
|
১৭৫৪২৬৫৫
|
প্রিকশন ডোজ
|
৭৬৭৬২৪০
|
১২-১৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
২৯১৮৪৩০৩
|
দ্বিতীয় ডোজ
|
৭৩২৩৮
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫৮৫০৪০৫১
|
দ্বিতীয় ডোজ
|
৪২৪৭০৪৫৫
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫৫৫৮০৭৭৬৩
|
দ্বিতীয় ডোজ
|
৪৭৮৯৭০৫৭১
|
প্রিকশন ডোজ
|
১৮২৪৬১
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
২০২৯৩৯৫০৫
|
দ্বিতীয় ডোজ
|
১৮৮১৭৪৪০৮
|
প্রিকশন ডোজ
|
৫৯৭৯৫৭
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
|
১২৬৮৭৯১৫৮
|
দ্বিতীয় ডোজ
|
১১৭২২৪২৯৫৮
|
প্রিকশন ডোজ
|
১৫০৮৬১৩৫
|
প্রিকশন ডোজ
|
২,৮৩,৬৯,৭০০
|
মোট
|
১,৮৯,২৩,৯৮,৩৪৭
|
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৯ হাজার ৫০০, যা মোট আক্রান্তের ০.০৫ শতাংশ।
একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭২৩ জন। এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৩৮ হাজার ৯৭৬।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৫৭।
দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৯৫ হাজার ৫৮৮টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৮৩ কোটি ৮২ লক্ষ ৮ হাজার ৬৯৮।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৭০ শতাংশ এবং দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.০৭ শতাংশ।
CG/NS
(Release ID: 1821999)
Visitor Counter : 142