মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি (পিএম স্বনিধি) প্রকল্পের সময়সীমা মার্চ থেকে বাড়িয়ে ২০২৪ – এর ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
Posted On:
27 APR 2022 4:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ এপ্রিল, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডর্স আত্মনির্ভর নিধি (পিএম স্বনিধি) প্রকল্পের সময়সীমা মার্চ থেকে বাড়িয়ে ২০২৪ – এর ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। জামানতমুক্ত স্বল্প মূল্যের ঋণের এই প্রকল্পটি রাস্তার হকারদের ডিজিটাল পদ্ধতিতে লেনদেনে উৎসাহিত করেছে এবং হকার ও তাঁদের পরিবারের সর্বাঙ্গীন আর্থ-সামাজিক উন্নয়ন ঘটেছে।
এই প্রকল্পের মাধ্যমে রাস্তার হকাররা সহজেই জামানত মুক্ত ঋণ পেয়ে থাকেন। প্রকল্পটির জন্য ৫ হাজার কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হয়েছিল। আজকের অনুমোদনের পর তা বেড়ে হ’ল – ৮ হাজার ১০০ কোটি টাকা। এর ফলে, রাস্তার হকারদের মূলধন পেতে সুবিধা হবে, তাঁদের ব্যবসার প্রসার ঘটবে এবং তাঁরা আরও স্বনির্ভর হয়ে উঠবেন। বাজেটে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে পিএম স্বনিধি প্রকল্পের হকারদের টাকা ফেরৎ দেওয়ার অঙ্ক বাড়ানো হয়েছে। এর ফলে, শহরাঞ্চলে ১ কোটি ২০ লক্ষেরও বেশি নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন।
পিএম স্বনিধি প্রকল্পে যথেষ্ট সাফল্য পাওয়া গেছে। ২৫শে এপ্রিল পর্যন্ত প্রকল্পের জন্য ৩১ লক্ষ ৯০ হাজার ঋণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ইতিমধ্যেই ২৯ লক্ষ ৬০ হাজার ঋণ দেওয়া হয়েছে। এর মোট পরিমাণ ২ হাজার ৯৩১ কোটি টাকা। দ্বিতীয় কিস্তির ঋণ বাবদ ২ লক্ষ ৩০ হাজার ঋণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ইতিমধ্যেই ১ লক্ষ ৯০ হাজার ঋণ দেওয়া হয়েছে, যার মোট পরিমাণ ৩৮৫ কোটি টাকা। সুবিধাভোগী রাস্তার হকাররা ১৩ কোটি ৫০ লক্ষেরও বেশি ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেন করেছেন। এর জন্য তাঁরা ১০ কোটি টাকা ক্যাশব্যাক সুবিধা পেয়েছেন। এছাড়াও, সুদের উপর ভর্তুকি বাবদ ৫১ কোটি টাকা সুবিধাভোগীদের দেওয়া হয়েছে।
মহামারীর ফলে উদ্ভূত পরিস্থিতিতে ২০২০’র জুন মাসে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্যার্থে এই প্রকল্পের সূচনা হয়। মূলধনের অভাবে এইসব ব্যবসায়ীরা যথেষ্ট সমস্যায় ছিলেন। এখন এই প্রকল্পের সময়সীমা ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ফলে সংশ্লিষ্ট সুবিধাভোগীরা তাঁদের ব্যবসা বাড়াতে পারবেন। এই কাজে তাঁরা প্রথাগতভাবে ঋণের সুবিধা পাবেন। এই প্রকল্পের ফলে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেন বাড়ার ফলে ঋণদাতা সংস্থাগুলির অনুৎপাদক সম্পদের পরিমাণ কম হয়েছে এবং রাস্তার হকার ও তাঁদের পরিবারের সর্বাঙ্গীন আর্থ-সামাজিক উন্নয়ন ঘটেছে।
CG/CB/SB
(Release ID: 1821749)
Visitor Counter : 218
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam