কেন্দ্রীয়মন্ত্রিসভা

কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজ্ঞান ও শিল্প গবেষণা দপ্তরের (ডিএসআইআর) অধীন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সিএসআইআর) সঙ্গে বর্তমান কর্মচারী, অস্থাবর সম্পত্তি এবং দেনা সহ পরামর্শ বিকাশ কেন্দ্রটিকে (সিডিসি)সংযুক্তিকরণের প্রস্তাব অনুমোদন করেছে

Posted On: 27 APR 2022 4:47PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৭ এপ্রিল, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ নিম্নলিখিত বিষয়গুলি অনুমোদন করেছে :

• সিডিসি-র ১৩ জন বর্তমান কর্মচারীকে অন্তর্ভুক্ত করতে সিএসআইআর-এ ১৩টি অতিরিক্ত পদ তৈরি করা হবে।

• নতুন দিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে সিডিসি-র হেফাজতে থাকা কার্যালয় ভবন ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারের হাতে তুলে দেওয়া হবে। এই কার্যালয় ভবন পুনর্বন্টন করা হবে এবং তা থেকে পাওয়া অর্থ কন্সোলিটেড ফান্ড অফ ইন্ডিয়াতে জমা করা হবে। 

• সংযুক্তিকরণের পর সিডিসি-র সমস্ত অস্থাবর সম্পত্তি ও দেনা সিএসআইআর-এ হস্তান্তরিত হবে।

এই দুটি প্রতিষ্ঠানের সংযুক্তিকরণের ফলে বিভাগীয় কাজকর্ম না কেবল সুবিন্যস্ত হবে, সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ন্যূনতম সরকার - সর্বাধিক প্রশাসনের যে দৃষ্টিভঙ্গী রয়েছে তার অনুরূপ হয়ে উঠবে। এমনকি, সংযুক্তিকরণের ফলে শিক্ষা ক্ষেত্রে পরামর্শ এবং প্রযুক্তি রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে সিডিসি-র কর্মচারীদের যে অভিজ্ঞতা রয়েছে, তা থেকে সিএসআইআর লাভবান হবে। এই সংযুক্তিকরণের ফলে সিএসআইআর-এর নিম্নলিখিত প্রয়োজনীয়তার ক্ষেত্রে মূল্য সংযোজিত হবে বলে মনে করা হচ্ছে :

• প্রকল্পগুলির কারিগরি - ব্যবসায়িক মূল্যায়ন

• আর্থসামাজিক ক্ষেত্রে সিএসআইআর-এর প্রযুক্তির মূল্যায়ন

• স্টেক হোল্ডারদের প্রয়োজনীয়তা পূরণ করা এবং / অথবা বাজার সম্পর্কিত প্রস্তুতির জন্য সিএসআইআর-এর প্রযুক্তিগুলি বাস্তবায়নের ওপর ভিত্তি করে প্রটোটাইপ গড়ে তুলতে উপযুক্ত পরামর্শদাতা নির্বাচন। 

• ব্যবসায়িক অগ্রগতি সম্পর্কিত কর্মকান্ড

উল্লেখ করা যেতে পারে, সিএইআইআর এবং সিডিসি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের বিজ্ঞান ও শিল্প গবেষণা দপ্তরের অধীন দুটি পৃথক স্বশাসিত সংস্থা। ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও মানব কল্যাণের জন্য বৈজ্ঞানিক শিল্প গবেষণার ক্ষেত্রে জাতীয় স্তরের গবেষণা ও উন্নয়নধর্মী প্রতিষ্ঠান হিসেবে ১৮৬০ সালের সোসাইটিজ রেজিস্টেশন আইন XXI অনুযায়ী ১৯৪২-এ সিএসআইআর স্থাপিত হয়। অন্যদিকে, দেশে পরামর্শ দানের ক্ষেত্রে দক্ষতা ও সক্ষমতার বিকাশে বিজ্ঞান ও শিল্প গবেষণা পর্ষদের সহযোগিতায় একটি সংস্থা হিসেবে ১৯৮৬ সালে পরামর্শ বিকাশ কেন্দ্র গড়ে ওঠে। 

 

CG/BD/AS/



(Release ID: 1820805) Visitor Counter : 123