স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির আওতায় মোট টিকাদান ১৮৮.১৯ কোটি ডোজ ছাড়িয়ে গেছে


১২-১৪ বছর বয়সসীমায় ২ কোটি ৭৫ লক্ষেরও বেশি প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে

দেশে এখন চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হয়েছে ১৬ হাজার ২৭৯

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২৭ জন

বর্তমানে আরোগ্যের হার ৯৮.৭৫ শতাংশ

সাপ্তাহিক সংক্রমণের হার ০.৫৯ শতাংশ

Posted On: 27 APR 2022 9:15AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ এপ্রিল, ২০২২

 

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া অন্তর্বর্তী প্রতিবেদন অনুসারে দেশে কোভিড টিকাকরণ কর্মসূচির আওতায় মোট ১৮৮.১৯ কোটিরও বেশি (,৮৮,১৯,৪০,৯৭১) ডোজ টিকা দেওয়া হয়েছে। এজন্য ২,৩১,৪৮,১৪৬টি সেশন লেগেছে।

১২-১৪ বছর বয়সসীদের কোভিড টিকাকরণ শুরু হয়েছে ১৬ই মার্চ ২০২২ তারিখ থেকে। এপর্যন্ত এই বয়সীমায় ২ কোটি ৭৫ লক্ষেরও বেশি (,৭৫,৩৪,৬১৯) প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। ১৮-৫৯ বছর বয়সীদের সতর্কতামূলক ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে ১০ই এপ্রিল, ২০২২ থেকে। এপর্যন্ত এই বয়সসীমায় ৫ লক্ষ ১৭ হাজার ৫৪৭টি সতর্কতামূলক ডোজ টিকা দেওয়া হয়েছে।

টিকাকরণের বিশদ বিবরণ নীচে দেওয়া হল -

মোট টিকার ডোজ

স্বাস্থ্যকর্মী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

০৪০৪৯০৭

 

১০০১৩৯২২

 

৪৭৩৬৫৬৭

 

প্রথমসারির করোনা যোদ্ধা

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

১৮৪১৫২৪৮

 

১৭৫৩৫০৩৬

 

৭৪৪৭১৮৪

 

- বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

২৭৫৩৪৬১৯

 

৪৩৮৭৯৬১

১৫-১৮ বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৮২৫৯৭৩৩

 

৪১৭৪৭৩৩৭

১৮-৪৪ বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

৫৫৫৫৮০৩৫৩

 

৪৭৬৫৮৫৬৩১

 

১১৩৩৩৪

৪৫-৫৯ বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

২০২৮৯৬৮৮০

 

১৮৭৬০৭৯২৫

 

৪০৪২১৩

ষাটোর্ধ্ব

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

১২৬৮৪৮৬৭৮

 

১১৬৮৭৫৮৪৮

 

১৪৫৪৫৫৯৫

 

 

সতর্কতামূলক ডোজ

,৭২,৪৬,৮৯৩

 

মোট

 

,৮৮,১৯,৪০,৯৭১

দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৬ হাজার ২৭৯। মোট আক্রান্তের ০.০৪ শতাংশ উপসর্গযুক্ত।

দেশে বর্তমানে আরোগ্যের হার ৯৮.৭৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২৫২ জন। এই নিয়ে এপর্যন্ত মোট ৪,২৫,২৫,৫৬৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন।

২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২৭ জন।

২৪ ঘণ্টায় ৫ লক্ষ ৫ হাজার ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে এপর্যন্ত মোট ৮৩.৫৯ কোটিরও বেশি (৮৩,৫৯,৭৪,০৭৯) নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ০.৫৯ শতাংশ, দৈনিক সংক্রমণের হার ০.৫৮ শতাংশ

 

CG/SD/SKD/



(Release ID: 1820566) Visitor Counter : 115