রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশজুড়ে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ভারতীয় রেল কয়লা সরবরাহের পরিমাণ বৃদ্ধি করেছে

Posted On: 25 APR 2022 1:58PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ২৫ এপ্রিল, ২০২২

 

দেশজুড়ে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ভারতীয় রেল কয়লা সরবরাহের পরিমাণ বৃদ্ধি করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২১-এর সেপ্টেম্বর থেকে ২০২২-এর মার্চের মধ্যে রেল কয়লা সরবরাহের পরিমাণ ৩২ শতাংশ বাড়িয়ে দিয়েছে। এপ্রিল মাস থেকে কয়লা পরিবহণের পরিমাণ আরও ১০ শতাংশ বাড়ানো হয়েছে। 

২০২১-২২ অর্থবর্ষে ভারতীয় রেল ১১ কোটি ১০ লক্ষ টন বেশি কয়লা সরবরাহ করেছে। ২০২০-২১ অর্থবর্ষে ৫৪ কোটি ২০ লক্ষ টন কয়লা পরিবহন করা হয়। পরের বছর অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে ২০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৫ কোটি ৩০ লক্ষ টন কয়লা পরিবহণ করা হয়েছে। ২০২১-এর সেপ্টেম্বর থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে ৩২ শতাংশ বেশি কয়লা পরিবহণ করা হয়েছে। এ মাসে কয়লা পরিবহণকে ভারতীয় রেল অগ্রাধিকার দেওয়ায় কয়লা সরবরাহের পরিমাণ এক সপ্তাহের মধ্যে বেড়ে দাঁড়ায় ১০ শতাংশ। এরজন্য ভারতীয় রেল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলি হল :

যেসব ট্রেনে কয়লা নিয়ে যাওয়া হচ্ছে সেগুলির ওপর বিশেষ নজরদারি চালানো হয়েছে। 

কয়লা খনি থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূরত্ব বেশি হলে ওই ট্রেনটিকে অগ্রাধিকারের ভিত্তিতে চালানো হয়েছে। এরফলে পরিবহণের সময় ১২ থেকে ৩৬ শতাংশ হ্রাস পেয়েছে।

কয়লা খনি থেকে দূরবর্তী তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে ৭ শতাংশ বেশি গতিতে ট্রেন চালানো হয়েছে। এরফলে সময় বেঁচেছে। 

এছাড়াও কয়লা ওয়াগনে বোঝাই করার ক্ষেত্রে সময় কমানো হয়েছে। এভাবে রেল মন্ত্রক অপেক্ষাকৃত কম সময়ে কয়লা পরিবহণের কাজ করছে।  

 

CG/CB/NS


(Release ID: 1819903)