আয়ুষ

গুজরাটের গান্ধীনগরে আয়োজিত বিশ্ব আয়ুষ সম্মেলনে আয়ুষ শেফ প্রতিযোগিতা এবং আয়ুর্বেদিক পণ্যের স্টলগুলিতে বহু মানুষ ভিড় জমিয়েছেন

Posted On: 21 APR 2022 4:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ এপ্রিল, ২০২২
 
গুজরাটের গান্ধীনগরে তিনদিনব্যাপী আয়োজিত বিশ্ব আয়ুষ বিনিয়োগ ও উদ্ভাবন সম্মেলনে সাধারণ মানুষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নিয়েছেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিভিন্ন আকর্ষণীয় প্রদর্শনী, স্টার্টআপ, আয়ুষ ক্ষেত্রে উদ্ভাবন সহ নানা বিষয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়ুষ আহার ও স্বাস্থ্যকর খাদ্যের বিষয়ে প্রচারের জন্য আয়োজিত আয়ুষ শেফ প্রতিযোগিতা দর্শকদের নজর কেড়েছে। এই প্রতিযোগিতায় ৩০ জন প্রতিযোগী অংশ নেন। সারা বিশ্বের ২০০ জন প্রতিযোগীর মধ্য থেকে এদের নির্বাচিত করা হয়। ‘পোষণের জন্য আহার’ – এই বিষয় ভাবনার আওতায় আয়ুষ শেফ প্রতিযোগিতায় ৬টি বিভাগ ছিল। প্রতিযোগিতায় বিজয়ীকে নগদ ১ লক্ষ টাকা, প্রথম ও দ্বিতীয় রানারআপকে যথাক্রমে ৭৫ এবং ৫০ হাজার টাকা  পুরস্কার দেওয়া হয়। আয়ুষের মাধ্যমে সৌন্দর্য্যের বিষয়ে প্রচারে প্রসাধনী পণ্য ও আয়ুর্বেদিক সৌন্দর্যকে তুলে ধরার জন্য আয়োজিত প্রদর্শনীশালায় বহু মানুষের সমাগম হয়। আয়ুর্বেদিক চিকিৎসক বা বৈদ্যের সাহায্যে ‘নাড়ি পরীক্ষা’র ব্যবস্থা করা হয়েছিল। এর ডিজিটাল ফলাফলও সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছিল। এর পাশাপাশি, দ্বিতীয় দিনে গোলটেবিল বৈঠক ও আলোচনাসভার আয়োজন করা হয়। সেখানে বিশিষ্ট বক্তা ও বিশেষজ্ঞরা মতবিনিময় করেন। 
 
CG/SS/SB


(Release ID: 1818849) Visitor Counter : 100