স্বরাষ্ট্র মন্ত্রক
ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড/এনকে, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড/রিফর্মেশন এবং ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড/কে-খাঙ্গো গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধি
Posted On:
20 APR 2022 9:52AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ এপ্রিল, ২০২২
ভারত সরকারের সঙ্গে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড/ এনকে (এনএসসিএন/এনকে), ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড/ রিফর্মেশন (এনএসসিএন/আর) এবং ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড/কে-খাঙ্গো (এনএসসিএন/কে-খাঙ্গো) গোষ্ঠীর যুদ্ধবিরতি চুক্তি রয়েছে।
সিদ্ধান্ত হয়েছে যে, এনএসসিএন/এনকে এবং এনএসসিএন/আর গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ ২০২২-এর ২৮ই এপ্রিল থেকে আরও এক বছর অর্থাৎ ২০২৩-এর ২৭শে এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। একইসঙ্গে এনএসসিএন/কে-খাঙ্গো গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ ২০২২-এর ১৮ই এপ্রিল থেকে এক বছর বাড়িয়ে ২০২৩-এর ১৭ই এপ্রিল পর্যন্ত হয়েছে। উল্লেখ করা যেতে পারে, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত চুক্তিগুলি মঙ্গলবার (১৯শে এপ্রিল) স্বাক্ষরিত হয়।
CG/BD/SKD/
(Release ID: 1818364)
Visitor Counter : 154