জলশক্তি মন্ত্রক
সাফল্যের কাহিনী: স্বচ্ছ ভারত মিশনের আওতায় কর্ণাটকে গড়গ জেলায় ৩২টি গ্রাম পঞ্চায়েতে গোলাপী শৌচাগার নির্মাণ
प्रविष्टि तिथि:
18 APR 2022 2:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ এপ্রিল, ২০২২
বয়ঃসন্ধিতে থাকা মেয়েরা যখন ঋতুকালীন অবস্থায় থাকে, তখন তারা যাতে সুরক্ষিত ও পরিচ্ছন্ন শৌচাগার পায়, সেটি নিশ্চিত করতে কর্ণাটকের গড়গ জেলায় ৩২টি গ্রাম পঞ্চায়েতে গোলাপী শৌচাগার নির্মাণ করা হচ্ছে। এর ফলে, এইসব মেয়েরা সংশ্লিষ্ট সময়কালে অপ্রস্তুত হওয়ার হাত থেকে রক্ষা পাবে। এর মধ্যে ২০টি শৌচাগার নির্মাণ সম্পূর্ণ হয়েছে। বাকি, ১২টির নির্মাণ কাজ চলছে। প্রতিটি শৌচাগার নির্মাণে ৬ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। এর মধ্যে এমজিএনআরইজিএ থেকে ৩ লক্ষ টাকা, স্বচ্ছ ভারত মিশন – গ্রামীণ থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং পঞ্চদশ অর্থ তহবিল থেকে গ্রাম পঞ্চায়েতগুলি ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়েছে।
প্রথমে কে এইচ পাতিল গার্লস সিনিয়র প্রাইমারী স্কুলে এ ধরনের শৌচাগার তৈরি করা হয়। এর সাফল্য বিচার করে পরবর্তীতে বিভিন্ন গ্রামে এ ধরনের আরও শৌচাগর গড়ে তোলার পরিকল্পনা হয়েছে। প্রতিটি শৌচাগারে যথাযথ পরিমাণ জল সরবরাহ, আলোর ব্যবস্থা, পোশাক পরিবর্তনের জন্য ঘর, ঋতুকালীন থাকা অবস্থায় মহিলারা যাতে পরিচ্ছন্নতা বজায় রাখতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, স্যানিটারি প্যাড সহ বর্জ্য পদার্থ যথাযথ অপসারণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ অভিযানে ঋতুকালীন থাকার সময় মহিলারা যাতে যথাযথভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে পারেন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে দেশ জুড়ে মহিলা ও বালিকাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পানীয় জল ও পয়ঃনিকাশি দপ্তর ঋতুকালীন থাকার সময় মেয়েদের সবধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকার, জেলা প্রশাসন, দপ্তরের ইঞ্জিনিয়ার ও কারিগরি বিশেষজ্ঞ এবং স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষক-শিক্ষিকাদের কি ভূমিকা পালন করতে হবে, তা ঐ নির্দেশিকায় উল্লেখ করা আছে।
গড়গে গোলাপী শৌচাগারগুলি ব্যবহার ও রক্ষণা-বেক্ষণ এবং এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জাতীয় গ্রামীণ জীবন-জীবিকা মিশন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রামাঞ্চলে মহিলাদের স্যানিটারি প্যাড তৈরিতে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যথাযথ স্বাস্থ্য বিধি সকলে যাতে এই সময়কালে মেনে চলেন, তার জন্য সোশ্যাল মিডিয়া, পোস্টার ও পুস্তিকার মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
CG/CB/SB
(रिलीज़ आईडी: 1817820)
आगंतुक पटल : 173