স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮৬ কোটি ৫৪ লক্ষ ছাড়িয়েছে
১২ থেকে ১৪ বছর বয়সীদের ২ কোটি ৪৩ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১১ হাজার ৫৪২
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২,১৮৩
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৩২ শতাংশ
Posted On:
18 APR 2022 9:50AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ এপ্রিল, ২০২২
দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮৬ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৩৫৫ ছাড়িয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ২ কোটি ৪৩ লক্ষ ৫৫ হাজার ২৮২টি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্যকর্মী
|
প্রথম ডোজ
|
১,০৪,০৪,৩৬২
|
দ্বিতীয় ডোজ
|
১০,০৮,৩৩৬
|
প্রিকশন ডোজ
|
৪৬,০০,৫০৯
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
|
১,৮৪,১৪,৩৩২
|
দ্বিতীয় ডোজ
|
১,৭৫,২৬,০৫১
|
প্রিকশন ডোজ
|
৭১,৪২,৫২০
|
১২-১৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
২,৪৩,৫৫,২৮২
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫,৭৮,৮৭,৬৯৩
|
দ্বিতীয় ডোজ
|
৪,০৪,৬৪,১৫২
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫৫,৫২,৬৩,৩৪৩
|
দ্বিতীয় ডোজ
|
৪৭,২৮,১৯,৫৪৯
|
|
প্রিকশন ডোজ
|
৩৭,১৪০
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
২০,২৮,৫১,৯২৭
|
দ্বিতীয় ডোজ
|
১৮,৬৮,১৮,৪৮৬
|
|
প্রিকশন ডোজ
|
১,২৫,৩৯২
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
|
১২,৬৮,১৪,৫৬৪
|
দ্বিতীয় ডোজ
|
১১,৬৩,৬৮,০৯৪
|
প্রিকশন ডোজ
|
১,৩৪,২১,০৭৯
|
প্রিকশন ডোজ
|
২,৫৩,২৬,৬৪০
|
মোট
|
১,৮৬,৫৪,৯৪,৩৫৫
|
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১১ হাজার ৫৪২ যা মোট আক্রান্তের ০.০৩ শতাংশ।
একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৮৫ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ১০ হাজার ৭৩৩।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৮৩।
দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৬১ হাজার ৪৪০টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৮৩ কোটি ২১ লক্ষ ৪ হাজার ৮৪৬।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৩২ শতাংশ। বর্তমানে দেশে দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৮৩ শতাংশ।
CG/BD/DM/
(Release ID: 1817759)
Visitor Counter : 154