স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮৬ কোটি ৩৮ লক্ষ ছাড়িয়েছে

১২ থেকে ১৪ বছর বয়সীদের ২ কোটি ৪০ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১১ হাজার ৩৬৬
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৯৭৫
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.২৬ শতাংশ

Posted On: 16 APR 2022 9:23AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ এপ্রিল, ২০২২


দেশে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮৬ কোটি ৩৮ লক্ষ ৩১ হাজার ৭২৩ ছাড়িয়েছে১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ২ কোটি ৪০ লক্ষ ১৬ হাজার ৩৯১টি টিকার ডোজ দেওয়া হয়েছে। একই ভাবে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া গত ১০ই এপ্রিল থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সীদের ১ কোটি ১০ হাজার ২১২টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৪,৩১৬

দ্বিতীয় ডোজ

,০০,০৭,৭৫০

প্রিকশন ডোজ

৪৫,৮৫,৮৭৩

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৪,১৪,২৫৩

দ্বিতীয় ডোজ

,৭৫,২৫,২১৫

প্রিকশন ডোজ

৭১,১২,০২৫

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,৪০,১৬,৩৯১

দ্বিতীয় ডোজ

৫৭,১৪৭

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৭৮,৪৫,১৮১

দ্বিতীয় ডোজ

,০৩,০৫,৯৭৩

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৫২,২১,৪৩১

দ্বিতীয় ডোজ

৪৭,২২,৭০,৫০৬

প্রিকশন ডোজ

২৪,৩৩৫

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,২৮,৪৫,৬৮৮

দ্বিতীয় ডোজ

১৮,৬৭,০২,৪৩৬

প্রিকশন ডোজ

৮৫,৮৭৭

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৬৮,১০,০৮৯

দ্বিতীয় ডোজ

১১,৬২,৯৭,৫৩০

প্রিকশন ডোজ

,৩২,৯৯,৭০৭

প্রিকশন ডোজ

,৫১,০৭,৮১৭

মোট

,৮৬,৩৮,৩১,৭২৩

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যায় লাগাতার নিম্নমুখী প্রবণতা অব্যাহত থেকে আজ দাঁড়িয়েছে ১১ হাজার ৩৬৬, যা মোট আক্রান্তের ০.০৩ শতাংশ।

একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯৬ জন এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৭ হাজার ৮৩৪

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৯৭৫।

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৯১৮টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৮৩ কোটি ১৪ লক্ষ ৭৮ হাজার ২৮৮

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ক্রমশ নিম্নমুখী। বর্তমানে দেশে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.২৬ শতাংশ এবং দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৩২ শতাংশ।

 

CG/BD/AS/



(Release ID: 1817278) Visitor Counter : 96