নীতিআয়োগ

রাজ্যে শক্তি ও জলবায়ু বিষয়ে প্রথম পর্যায়ের সূচক প্রকাশ

Posted On: 11 APR 2022 1:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ এপ্রিল, ২০২২

 

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমারের পৌরোহিত্যে আজ নীতি আয়োগ রাজ্যে শক্তি ও জলবায়ু বিষয়ে প্রথম পর্যায়ের সূচক প্রকাশ করেছে। নীতি আয়োগের সদস্য ডঃ ভি কে সারস্বত, নীতি আয়োগের সিইও শ্রী অমিতাভ কান্ত, বিদ্যুৎ মন্ত্রকের সচিব শ্রী অলোক কুমার এবং নীতি আয়োগের অন্য আধিকারিকরা এই সূচক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এদিনের অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ডঃ রাকেশ সারওয়াল প্রতিবেদনের মূল ফলাফল উপস্থাপন করেন। রাজ্যে শক্তি ও জলবায়ু বিষয়ে প্রথম পর্যায়ের সূচকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৬টি মাপকাঠির বিচারে এই ক্রমতালিকায় স্থান দেওয়া হয়েছে। এগুলি হল – শক্তির ব্যবহার, ক্রয় ক্ষমতা ও নির্ভরযোগ্যতা; রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির কর্মক্ষমতা; শক্তি ক্ষেত্রে দক্ষতা; স্বচ্ছ শক্তির উদ্যোগ; সুস্থায়ী পরিবেশ এবং নতুন উদ্যোগ। 

আয়তন এবং ভৌগলিক পার্থক্যের ভিত্তিতে রাজ্যগুলিকে – বৃহত্তর রাজ্য, ছোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভাগ করা হয়েছে। বৃহত্তর রাজ্য বিভাগে গুজরাট, কেরালা এবং পাঞ্জাব শীর্ষ তিনটি স্থান দখল করেছে। ছোট রাজ্য বিভাগে গোয়া শীর্ষ স্থান পেয়েছে। এর পরে রয়েছে ত্রিপুরা ও মণিপুর । কেন্দ্রশাসিত অঞ্চল বিভাগে চণ্ডীগড়, দিল্লি এবং দমন ও দিউ/ দাদরা ও নগর হাভেলি শীর্ষ তিনটি স্থান দখল করেছে।

অনুষ্ঠানের ভাষণে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার জানান, গ্লাসগোয় কপ-২৬ –এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পঞ্চামৃত’র লক্ষ্য অর্জনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সূচকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কর্মীদের কর্মক্ষেত্রে মাণদণ্ডের উন্নতিসাধনে ব্যবহার করা যাবে এবং আগামী দিনে বিভিন্ন সমস্যা মোকাবিলা ও বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। 

নীতি আয়োগের সদস্য ডঃ ভি কে সারস্বত বলেন, এই পদক্ষেপ নেওয়ার ফলে শক্তি এবং জলবায়ু সম্পর্কিত লক্ষ্য অর্জন সম্ভবপর হবে। পাশাপাশি দেশকে শক্তি ক্ষেত্রে স্বনির্ভর করে তুলতেও সাহায্য করবে বলে মন্তব্য করেন তিনি। নীতি আয়োগের সিইও শ্রী অমিতাভ কান্ত জানান, জলবায়ু পরিবর্তন রোধ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বিনিয়োগের বিষয়ে উৎসাহিত করার জন্য একটি অনুকূল পরিবেশ নীতির প্রয়োজন। এক্ষেত্রে এই সূচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যগুলির সঙ্গে পারস্পরিক আলোচনা চালিয়ে প্রয়োজনীয় নীতি কার্যকর করার ক্ষেত্রে এই সূচক সাহায্য করবে বলেও মন্তব্য করেন তিনি। 

 

CG/SS/SKD/



(Release ID: 1815913) Visitor Counter : 195