স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮৪ কোটি ৩১ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ১ কোটি ৭২ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

ভারতে বর্তমানে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ১৩ হাজার ৬৭২

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৩৫

জাতীয় স্তরে আরোগ্যের হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.২৩ শতাংশ

Posted On: 01 APR 2022 9:36AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ এপ্রিল, ২০২২


ভারতে এ পর্যন্ত ১,৮৪,৩১,৮৯,৩৭৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে। ১৬ই মার্চ থেকে ১২-১৪ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ১,৭২,৯১,২৮২ জন নাবালক-নাবালিকা টিকার প্রথম ডোজ পেয়েছে।

স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৪,০৩,৬৮৪ জন টিকার প্রথম ডোজ, ১,০০,০০,৩০১ জন টিকার দ্বিতীয় ডোজ এবং ৪৪,৬৫,৭০২ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৪,১৩,২৩৯ জন প্রথম ডোজ, ১,৭৫,১০,৯৪৭ জন দ্বিতীয় ডোজ এবং ৬৮,৭৮,১১৭ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। ১২-১৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ১,৭২,৯১,২৮২ জন।  ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৫,৭১,৯৬,২৪৮ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩,৮১,৬০,১৫৮ জন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫৫,৪৬,২৩,৩৯৫ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৬,৬০,৯৯,৬১৪ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২০,২৭,৫১,৩৫৮ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৮,৫৩,৬৫,৯৯৭ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১২,৬৭,৩৯,৩৩৯ জন প্রথম ডোজ, ১১,৫৪,৬২,০৭৫ জন দ্বিতীয় ডোজ এবং ১,১৮,২৭,৯২১ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। এ পর্যন্ত দেশে মোট ২,৩১,৭১,৭৪০টি সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।      

ভারতে কোভিড সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৩৫ জন। বর্তমানে ১৩ হাজার ৬৭২ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.০৩ শতাংশ চিকিৎসাধীন।

কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। জাতীয় আরোগ্য লাভের হার ৯৮.৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৮ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৯০ হাজার ৯২২ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশ জুড়ে নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৬ লক্ষ ৬ হাজার ৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৭৮ কোটি ৯৭ লক্ষ ৭০ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  

ভারতে নমুনা পরীক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ০.২৩ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হারও ০.২২ শতাংশ।

CG/CB/SB


(Release ID: 1812405) Visitor Counter : 154