মানবসম্পদবিকাশমন্ত্রক
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের পঞ্চম সংস্করণে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও পিতা-মাতাদের সঙ্গে মতবিনিময় করবেন
Posted On:
31 MAR 2022 8:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২২
প্রাথমিক পর্ব
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (পয়লা এপ্রিল) দেশ-বিদেশের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও পিতা-মাতাদের সঙ্গে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের পঞ্চম সংস্করণে মতবিনিময় করবেন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তাদের পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হবেন। নতুন দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে বেলা ১১টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টাউন-হল ইন্টার্যাক্টিভ পদ্ধতিতে এই অনুষ্ঠান আয়োজিত হবে।
দেশ যখন কোভিড-১৯ মহামারীর প্রভাব ধীরে ধীরে কাটিয়ে উঠছে এবং প্রচলিত পরীক্ষা পদ্ধতি যখন অফলাইনে, অর্থাৎ খাতায়-কলমে ফিরছে, সেই পরিস্থিতিতে এ ধরনের অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য রয়েছে। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও পিতা-মাতারা প্রধানমন্ত্রীকে সরাসরি যে সমস্ত প্রশ্ন করবেন তা আগে থেকেই তালিকাভুক্ত হয়েছে। অবশ্য, প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করার জন্য অনলাইনে একটি সৃজনশীল লেখনি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘মাইগভ’ প্ল্যাটফর্মে গত বছরের ২৮শে ডিসেম্বর থেকে এ বছরের তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলে।
এ বছরের ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যে সৃজনশীল লেখনি প্রতিযোগিতার আয়োজন করা হয় তাতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১৫ লক্ষ ৭০ হাজার। এর মধ্যে ১২ লক্ষ ১০ হাজারের বেশি ছাত্রছাত্রী, ২ লক্ষ ৭০ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা এবং ৯০ হাজারের বেশি পিতা-মাতা ছিলেন।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তর সাফল্যের সঙ্গে গত চার বছর ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এই অনুষ্ঠানের প্রথম তিনটি সংস্করণ নতুন দিল্লিতে টাউন-হল ইন্টার্যাক্টিভ পদ্ধতিতে আয়োজন করা হয়। ২০১৮-র ১৬ই ফেব্রুয়ারি ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের প্রথম সংস্করণে প্রধানমন্ত্রী মতবিনিময় করেন। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০১৯-এর ২৯শে জানুয়ারি বিদ্যালয় ও কলেজ পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন। অনুষ্ঠানের তৃতীয় সংস্করণ ২০২০-র ২০শে জানুয়ারি আয়োজন করা হয়। অবশ্য, কোভিড-১৯ মহামারীর দরুণ ‘পরীক্ষা পে চর্চা’র চতুর্থ সংস্করণ গত বছরের ৭ই এপ্রিল অনলাইনে আয়োজিত হয়।
এবারের ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠান দূরদর্শন (ডিডি ন্যাশনাল, ডিডি নিউজ, ডিডি ইন্ডিয়া), একাধিক রেডিও চ্যানেল, টিভি চ্যানেল সহ শিক্ষা মন্ত্রক, পিএমও ইন্ডিয়া, পিআইবি ইন্ডিয়া, দূরদর্শন ন্যাশনাল, মাইগভ ইন্ডিয়া, ডিডি নিউজ, রাজ্যসভা টিভি এবং স্বয়মপ্রভা ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।
CG/BD/DM/
(Release ID: 1812274)
Visitor Counter : 156