সংস্কৃতিমন্ত্রক
ভারতের সংস্কৃতির বিভিন্ন দিক প্রোজেকশনের মাধ্যমে তুলে ধরার প্রদর্শনী – মাতৃভূমি এখন থেকে ঐতিহাসিক লালকেল্লায় সারা বছর প্রদর্শিত হবে
प्रविष्टि तिथि:
30 MAR 2022 10:40AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২২
‘ভারত ভাগ্য বিধাতা’ – ১০ দিনের বিশেষ এই উৎসবের আজ ষষ্ঠ দিন। লালকেল্লায় অনুষ্ঠিত এই উৎসবে ‘মাতৃভূমি’ প্রদর্শনীটি সকলকে আকৃষ্ট করেছে। এখন থেকে ঐতিহাসিক লালকেল্লায় সারা বছর ধরে এই প্রদর্শনীটি চালু থাকবে।
‘মাতৃভূমি’ প্রদর্শনীতে আলো, ধ্বনি ও সঙ্গীতের প্রয়োগে দেশের সমৃদ্ধশালী ও বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরা হচ্ছে। এর মধ্য দিয়ে ভারতের ইতিহাসের নানা তথ্য নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই প্রদর্শনী দেখে নাগরিকরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উঠবেন।
‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের অঙ্গ হিসেবে ভারতের মহান সংস্কৃতি ‘ভারত ভাগ্য বিধাতা’র মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক, মনুমেন্ট মিত্র ডালমিয়া ভারত লিমিটেডের সঙ্গে যৌথভাবে লালকেল্লায় এই প্রদর্শনীর আয়োজন করেছে। ‘ভারত ভাগ্য বিধাতা’ উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় নারী ও শিশুবিকাশ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি। অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। ৩০ মিনিটের প্রদর্শনীটি তেসরা এপ্রিল পর্যন্ত বিনামূল্যে সকলে দেখতে পাবেন। আজ, আগামীকাল এবং তেসরা এপ্রিল এর প্রদর্শনের সময় সন্ধ্যা ৭-৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত। এপ্রিল মাসের প্রথম দু’দিন দর্শকরা রাত ৮-৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত এই প্রদর্শনী দেখতে পাবেন। উৎসবে জাঁকজমকপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগে প্রদর্শনী তেসরা এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি সারা বছর ধরে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
CG/CB/DM/
(रिलीज़ आईडी: 1811646)
आगंतुक पटल : 159