প্রতিরক্ষামন্ত্রক

২০২২ সালের পদ্ম সম্মানে ভূষিত দ্বিতীয় দলটির জাতীয় যুদ্ধ স্মারক ভ্রমণ ; ভারতের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Posted On: 29 MAR 2022 1:43PM by PIB Kolkata
নয়াদিল্লী,  ২৯ মার্চ, ২০২২
 
২০২২এ পদ্ম সম্মানে ভূষিত দ্বিতীয় দলটি আজ নতুন দিল্লীর জাতীয় যুদ্ধ স্মারক ভ্রমণ করেছেন। রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ গতকাল দু-জনকে পদ্ম বিভূষণ, ৯ জনকে পদ্মভূষণ এবং ৫৪ জনকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছেন। আজ যাঁরা  জাতীয় যুদ্ধ স্মারকে ভ্রমণ করেছেন তাঁরা হলেন- পদ্ম বিভূষণ ডঃ প্রভা আর্তে, পোল্যান্ডের  অধ্যাপক পদ্মশ্রী (ডঃ) মারিয়া কারজিস্তোফ বিরস্কি, থাইল্যান্ডের পদ্মশ্রী ডঃ চিরপাত প্রপান্দবিদ্যা, পদ্মশ্রী বাসন্তী দেবী, পদ্মশ্রী ধনেশ্বর ইনতি, পদ্মশ্রী গুরু টুলকু ঋণপোচে, পদ্মশ্রী ডঃ হরমহিন্দর সিং বেদী, পদ্মশ্রী সদগুরু ব্রহ্মেশানন্দ আচার্য স্বামীজি এবং পদ্মশ্রী আব্দুলখাদের ইমামসাব নাদাকাত্তিন।   
 
পদ্ম সম্মানে ভূষিতদের স্বশস্ত্র বাহিনীর সাহসিকতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। জাতীয় যুদ্ধ স্মারকে আসা পদ্ম পুরস্কার প্রাপকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বলেন, যুব সম্প্রদায় সহ জনগণের এই স্মারক দেখতে আসা উচিত এবং আমাদের সেনানীদের বীরত্ব সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন। ২০২২এর পদ্ম সম্মানে সম্মানিত প্রথম দলের সদস্যরা ২২শে মার্চ এই স্মারক ভ্রমণ করেছেন।  
 
 
CG/CB/NS


(Release ID: 1811097) Visitor Counter : 124