শিল্পওবাণিজ্যমন্ত্রক

ভারত - সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে সর্বাঙ্গীণ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি পয়লা মে থেকে কার্যকর হবে : শ্রী পীযূষ গোয়েল

Posted On: 29 MAR 2022 12:49PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৯ মার্চ, ২০২২
 
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত - সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে সর্বাঙ্গীণ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) আগামী পয়লা মে থেকে কার্যকর হবে। শ্রী গোয়েল সোমবার দুবাইয়ে দুই দেশের মধ্যে এই চুক্তি সম্পর্কে এক বাণিজ্যিক সভায় ভাষণ দিতে গিয়ে আরও বলেন, পারস্পরিক সম্পর্কে ঐতিহাসিক এই চুক্তি এক নতুন যাত্রাপথের সূচনা করবে এবং ব্যবসা বাণিজ্যে আমূল পরিবর্তন নিয়ে আসবে। 
 
শ্রী গোয়েল আরও বলেন, ভারত সংযুক্ত আরব আমিরশাহীকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং কয়েকটি ইউরোপীয় দেশে প্রবেশদ্বার হিসেবে দেখে থাকে। দুই দেশের মধ্যে এই চুক্তি সারা বিশ্বজুড়ে নতুন নতুন বাজারে প্রবেশের দরজা খুলে দেবে। তিনি বলেন, এই চুক্তি দুই দেশের কাছেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুযোগ এনে দিতে চলেছে। এই সভায় সেদেশের বৈদেশিক বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী থানি অল জেইউদি উপস্থিত ছিলেন। 
 
ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে পণ্য সামগ্রীর  লেনদেন ও পরিষেবার মত বিষয়গুলিকে যুক্ত করা হয়েছে। রেকর্ড ৮৮ দিনের মধ্যে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শ্রী গোয়েল এই চুক্তি সম্পর্কে আরও বলেন, এটি কেবলমাত্র পণ্য সামগ্রীর লেনদেনই নয়, পরিষেবা আদান-প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে এবং সংযুক্ত আরব আমিরশাহীতে প্রবাসী ভারতীয়দের কাছেও অত্যন্ত কার্যকর প্রমাণিত হবে।
 
ভারত - সংযুক্ত আরব আমিরশাহীর অংশীদারিত্বকে একবিংশ শতাব্দীর স্বতন্ত্র কৌশলগত অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি দুই দেশের সম্পর্ককে এক নতুন দিশা দেখাবে এবং আমূল পরিবর্তন আনবে। 
 
সংযুক্ত আরব আমিরশাহী ভারতে পরিকাঠামো ক্ষেত্রে, উৎপাদন ও লজিস্টিক ক্ষেত্রে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। সম্প্রতি সেদেশের শিল্পপতিদের নিয়ে একটি দল জম্মু-কাশ্মীর সফর করেছেন বলেও শ্রী গোয়েল জানান।  
 
 
CG/BD/AS/


(Release ID: 1811086) Visitor Counter : 121