কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প – সিজিএইচএস -এর আওতায় বহির্বিভাগের চিকিৎসার সুবিধা অথবা নির্দিষ্ট চিকিৎসাভাতা পেতে পেনশনভোগী/ পারিবারিক পেনশনভোগীদের অপশন পরিবর্তনের বিষয়ে পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তরের জারি করা বিধি নিয়ম

Posted On: 24 MAR 2022 11:46AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ মার্চ, ২০২২

 

বর্তমান নির্দেশিকা অনুসারে যেসব জায়গায় কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প নেই, সেখানকার পেনশনভোগী/ পারিবারিক পেনশনভোগীরা বিকল্প ব্যবস্থা হিসেবে মাসে ১ হাজার টাকা করে চিকিৎসাভাতা পান। কেন্দ্রীয় সরকারি চিকিৎসা প্রকল্পের আওতায় বহির্চিকিৎসা বিভাগের সুবিধা না পাওয়ায় এই ভাতা তাদের দেওয়া হয়। পেনশনভোগী/ পারিবারিক পেনশনভোগীরা কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় বহির্বিভাগের সুবিধা নেবেন, না কি মাসিক ১ হাজার টাকা করে নেবেন - সেব্যাপারে জীবনে একবার তাদের অপশন পরিবর্তন করতে পারেন। কেন্দ্রীয় কর্মীবর্গ, জনঅভিযোগ ও পেনশন দপ্তরের অধীন পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর এই অপশন পরিবর্তনের পদ্ধতি ও সময়সীমার বিশদ বিবরণ দিয়ে নির্দেশিকা জারি করেছে। 

এই নির্দেশিকা অনুসারে, যেসব পেনশনভোগী/ পারিবারিক পেনশনভোগী মাসিক চিকিৎসাভাতা পাচ্ছেন, তারা যদি কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় চিকিৎসার সুবিধা ভোগ করতে চান, তাহলে তাদের মাসিক ভাতা বন্ধ করতে সংশ্লিষ্ট পেনশন বিতরণকারী ব্যাঙ্কে আবেদন জানাতে হবে। আবেদন পাওয়ার তিনটি কাজের দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্ক মাসিক ভাতা প্রদান বন্ধ করে এসংক্রান্ত শংসাপত্র জারি করবে। এর পর ওই পেনশনভোগী সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট টাকা জমা দিয়ে সিজিএইচএস কার্ডের জন্য আবেদন জানাবেন। কর্তৃপক্ষ সব বিধি নিয়ম পালিত হওয়ার পর চারটি কাজের দিনের মধ্যে পেনশনভোগীকে অন্তর্বর্তী সিজিএইচএস কার্ড দেবেন। পরবর্তীকালে স্থায়ী সিজিএইচএস কার্ড দেওয়া হবে।

যে পেনশনভোগী/ পারিবারিক পেনশনভোগী কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা ভোগ করছেন তিনি যদি এমন কোনো এলাকায় চলে যান, যেখানে এই পরিষেবা পাওয়া যায় না, তখন তিনি সিজিএইচএস কর্তৃপক্ষের কাছে এই পরিষেবা বন্ধের আবেদন জানাতে পারেন। আবেদন পাওয়ার চারটি কাজের দিনের মধ্যে কর্তৃপক্ষ এসংক্রান্ত শংসাপত্র জারি করবেন। এই শংসাপত্রের প্রতিলিপি সহ পেনশনভোগী/ পারিবারিক পেনশনভোগীকে তার কার্যালয়ের প্রধানের কাছে চিকিৎসাভাতা চেয়ে আবেদন দাখিল করতে হবে। এই আবেদন গ্রহণের দু মাসের মধ্যে কর্তৃপক্ষ সংশোধিত পেনশন প্রদান করবে। এক্ষেত্রে সিজিএইচএস কর্তৃপক্ষ যেদিন থেকে পরিষেবা প্রত্যাহারের শংসাপত্র জারি করেছে, সেই দিন থেকে চিকিৎসাভাতা দেওয়া হবে। 

 

CG/SD/SKD/



(Release ID: 1809165) Visitor Counter : 448