যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা শীর্ষক বিষয়ে নেহরু যুব কেন্দ্র সংগঠন ৬২৩টি জেলায় শহীদ দিবস পালন করবে

Posted On: 22 MAR 2022 12:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ মার্চ, ২০২২
 
আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে নেহরু যুব কেন্দ্র সংগঠন আগামীকাল দেশের ৬২৩টি জেলায় শহীদ দিবস উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করবে। এই অনুষ্ঠানগুলিতে তরুণ স্বেচ্ছাসেবক এবং নেহরু যুব কেন্দ্রের স্বীকৃত ইয়ুথ ক্লাবগুলির সদস্যদের সামিল করা হবে। উল্লেখ করা যেতে পারে, ১৯৩১-এর ২৩শে মার্চ ভগৎ সিং, রাজগুরু ও শুকদেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। মহান এই তিন বিপ্লবীর সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণে রেখে দেশে প্রতি বছর ২৩শে মার্চ দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
 
শহীদ দিবস পালনের সঙ্গে সঙ্গে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে এ বছর নেহরু যুব কেন্দ্র সংগঠন ‘বিপ্লবীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য’ শীর্ষক বিষয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অঙ্গ হিসাবে দেশের ৬২৩টি জেলাতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। জেলাস্তরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যই হ’ল – স্বাধীনতা সংগ্রামীদের জীবন, কর্ম ও আদর্শের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে কৃতজ্ঞতা, গর্ববোধ, সম্মান ও কর্তব্য পালনের মানসিকতা গড়ে তোলা। স্বাধীনতা সংগ্রামীদের জীবন ও কর্ম তরুণদের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তা বোধের মানসিকতা গড়ে তুলতে সাহায্য করবে।
 
ভারতের স্বাধীনতা সংগ্রামে শহীদ বিপ্লবীদের স্মরণে জেলা নেহরু যুব কেন্দ্রগুলি শহীদ দিবস পালনের অঙ্গ হিসাবে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন, সেমিনার/লেকচার, শপথ গ্রহণ, ক্যুইজ প্রতিযোগিতা, বিচক্ষণতা যাচাই প্রভৃতি কর্মসূচির আয়োজন করছে। 
 
CG/BD/SB


(Release ID: 1808385) Visitor Counter : 197