ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার কার্যালয়

ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক কে বিজয়রাঘবান এবং আইআইটি মাদ্রাজের অধিকর্তা অধ্যাপক ভি কামাকোটি অ্যাকোয়াম্যাপ ওয়াটার ম্যানেজমেন্ট এন্ড পলিসি সেন্টারের উদ্বোধন করেছেন

Posted On: 21 MAR 2022 11:41AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ মার্চ, ২০২২
 
ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক কে বিজয়রাঘবন আইআইটি মাদ্রাজে জল ব্যবস্থাপনা সম্পর্কিত নিউ ওয়াটার ম্যানেজমেন্ট এন্ড পলিসি সেন্টার, অ্যাকোয়া ম্যাপ-এর উদ্বোধন করেছেন। তার সঙ্গে ছিলেন মাদ্রাজ আইআইটি'র অধিকর্তা অধ্যাপক ভি কামাকোটি। এর ওয়েবসাইট নম্বর- 
https://Aquamap.iitm.ac.in
গত ১৯ মার্চ এই কেন্দ্রটি চালু করা হয়।
উদ্বোধনী ভাষণে অধ্যাপক বিজয়রাঘবন বলেন, "আমাদের এই বিশ্ব জলবায়ু পরিবর্তনের পরিণতি এবং জীব বৈচিত্রের উপর তার প্রভাবের সম্মুখীন হয়েছে।"
অধ্যাপক কামাকোটি বলেন, কৃষিখাতে জলের ব্যবহার সর্বাধিক। তাই কৃষিখাতে জলের ব্যবহারের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে অ্যাকোয়া ম্যাপ-কে ফোকাশ করা হয়েছে।
 
 
CG/ SB


(Release ID: 1808068) Visitor Counter : 125