স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮১ কোটি ৪ লক্ষ ছাড়িয়েছে
১২ থেকে ১৪ বছর বয়সীদের ১১ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০২, যা মোট আক্রান্তের ০.০৬ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৫
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৩ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৪১ শতাংশ
Posted On:
19 MAR 2022 9:32AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ মার্চ, ২০২২
দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮১ কোটি ৪ লক্ষ ৯৬ হাজার ৯২৪। ১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ১১ লক্ষ ৬৮ হাজার ১০৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্যকর্মী
|
প্রথম ডোজ
|
১,০৪,০২,৯৬৫
|
দ্বিতীয় ডোজ
|
৯৯,৮৯,৪৫৯
|
প্রিকশন ডোজ
|
৪৩,৫০,৯৯৮
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
|
১,৮৪,১২,০৪৪
|
দ্বিতীয় ডোজ
|
১,৭৪,৮৬,৭৮৩
|
প্রিকশন ডোজ
|
৬৬,৪৫,৭০৪
|
১২-১৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
১১,৬৮, ১০৬
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫,৬১,৬৬,৯০৪
|
দ্বিতীয় ডোজ
|
৩,৫৩,৪১,৩৪৮
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫৫,৩৭,১১,৯৩২
|
দ্বিতীয় ডোজ
|
৪৫,৮৯,২৫,৫৭৫
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
২০,২৫,৯৬,৫৯৭
|
দ্বিতীয় ডোজ
|
১৮,৩৬,২৭,৮৮৯
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
|
১২,৬৬,৩৩,৫১২
|
দ্বিতীয় ডোজ
|
১১,৪৩,৭৩,১৭৩
|
প্রিকশন ডোজ
|
১,০৬,৬৩,৯৩৫
|
প্রিকশন ডোজ
|
২,১৬,৬০,৬৩৭
|
মোট
|
১,৮১,০৪,৯৬,৯২৪
|
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০২, যা মোট আক্রান্তের ০.০৬ শতাংশ।
একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৮৩ জন। এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লক্ষ ৬১ হাজার ৯২৬।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৫।
দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৭০ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৭৮ কোটি ২২ লক্ষ ২৮ হাজার ৬৮৫।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৪১ শতাংশ। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৫৬ শতাংশ।
CG/BD/AS/
(Release ID: 1807346)
Visitor Counter : 123