শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

জিআই ট্যাগ সম্বলিত উপযুক্ত কৃষিজ পণ্যের রপ্তানি বাড়াতে কেন্দ্রের অগ্রাধিকার

Posted On: 17 MAR 2022 11:08AM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৭ মার্চ, ২০২২
 
স্থানীয় ভাবে উৎপাদিত জিআই বা ভৌগলিক পরিচিতি সম্পন্ন কৃষিজ পণ্যের রপ্তানি বাড়াতে কেন্দ্র নতুন নতুন পণ্য ও বিদেশি বাজার চিহ্নিতকরণকে অগ্রাধিকার দিয়ে আসছে। দার্জিলিঙের চা ও বাসমতী চাল এরকম অত্যন্ত জনপ্রিয় দুটি জিআই ট্যাগ সম্বলিত ভারতীয় কৃষিজ পণ্য। সারা বিশ্বজুড়ে এই দুটি পণ্যের বাজার রয়েছে। এমনকি, দেশের বিভিন্ন জায়গায় জিআই ট্যাগ সম্বলিত এমন অনেক উপযুক্ত কৃষিজ পণ্য রয়েছে, যা সম্ভাব্য বাজারের খোঁজ করে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। 
 
প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারতের পরিকল্পনাকে সামনে রেখে কেন্দ্র কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সারা বিশ্বে নতুন নতুন বাজারে কৃষিজ পণ্যের রপ্তানিতে গুরুত্ব দিয়ে আসছে। এই কর্তৃপক্ষের মাধ্যমে একাধিক জিআই ট্যাগ সম্বলিত কৃষিজ পণ্য, যেমন - কালা নমক রাইস, নাগা মির্চি, ব্যাঙ্গালোর রোজ অনিয়ন, নাগপুরের কমলা, বর্ধমানের মিহিদানা ও সীতাভোগ, জলগাঁওয়ের কলা, ভাজাকুলামের আনারস প্রভৃতি রপ্তানি করা হচ্ছে। 
 
উল্লেখ করা যেতে পারে, গত বছর জিআই ট্যাগ সম্বলিত নাগাল্যান্ডের লঙ্কা গ্রেট ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। মণিপুরের ব্ল্যাক রাইসও সেদেশে পাঠানো হয়েছিল। এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে তিনটি জিআই প্রজাতির আম বাহারিনে রপ্তানি করা হয়। দক্ষিণ ২৪ পরগণার এক বিশেষ মিষ্টান্ন বা মোয়া কলকাতা বিমান বন্দর থেকে বাহারিনে পাঠানো হয়। জয়নগরের এই মোয়া প্রাথমিক ভাবে পাঠানোর পর বাহারিন থেকে আরও বেশি পরিমাণে বরাত আসে।
 
কেন্দ্রীয় সরকার জিআই ট্যাগ সম্বলিত কৃষিজ পণ্যগুলির রপ্তানি বাড়াতে কৃষক উৎপাদক সংগঠন এবং কৃষিজ পণ্য উৎপাদক সংস্থাগুলির মধ্যে যোগসূত্র গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আসছে। এই লক্ষ্যে সরকার বারাণসীতে আন্তর্জাতিক ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র গড়ে তুলতে একটি এক্সপোর্ট হাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। 
 
জিআই ট্যাগ সম্বলতি ভারতীয় কৃষিজ পণ্যের রপ্তানি বাড়াতে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ গতবছর সংযুক্ত আরব আমিরশাহী ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভার্চুয়াল পদ্ধতিতে ক্রেতা-বিক্রেতা কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিতে ভারতীয় রপ্তানিকারী এবং ওই দুই দেশের আমদানিকারীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সরাসরি কথা হয়। জিআই ট্যাগ সম্বলিত কৃষিজ পণ্যের রপ্তানির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 
 
উল্লেখ করা যেতে পারে, বর্তমানে দেশে জিআই ট্যাগ সম্বলিত নথিভুক্ত কৃষিজ পণ্যের সংখ্যা ৪১৭। এরমধ্যে, ১৫০টি কৃষি ও খাদ্যপণ্য রয়েছে। এমনকি, এই ১৫০টি কৃষি ও খাদ্য পণ্যের মধ্যে ১০০টির বেশি সামগ্রী কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে পড়ে।  
 
 
CG/BD/AS/

(Release ID: 1807027) Visitor Counter : 227