দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্টার্ট-আপ গ্রামীণ শিল্পোদ্যোগ কর্মসূচি রূপায়ণের জন্য গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে এনআইইএসবিইউডি-এর সমঝোতাপত্র স্বাক্ষর

Posted On: 07 MAR 2022 10:23AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ মার্চ, ২০২২

 

স্টার্ট-আপ গ্রামীণ শিল্পোদ্যোগ কর্মসূচি সূচনার মাধ্যমে তৃণমূল স্তরে শিল্পোদ্যোগ ক্ষেত্রে উৎসাহদানের জন্য সুস্থায়ী উন্নয়ন মডেলের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রকের আওতাধীন স্বশাসিত সংস্থা শিল্পোদ্যোগ ও ক্ষুদ্র বাণিজ্য উন্নয়নের জাতীয় প্রতিষ্ঠান (এনআইইএসবিইউডি)-এর সঙ্গে গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। স্টার্ট-আপ গ্রামীণ শিল্পোদ্যোগ কর্মসূচি হলো গ্রামোন্নয়ন মন্ত্রকের আওতাধীন দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশন-এর একটি অংশ। এর লক্ষ্য গ্রামীণ এলাকায় উদ্যোক্তাদের গ্রাম পর্যায়ে কৃষি কাজ নয় এমন ক্ষেত্রে উদ্যোগ স্থাপনে সহায়তা করা। এই প্রকল্প অংশীদারিত্বমূলক পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীকে তাদের বাণিজ্য স্থাপনে সহায়তা এবং স্থিতিশীল না হওয়া পর্যন্ত সম্পূর্ণ সাহায্য করবে। পাশাপাশি আর্থিক সাহায্য ও গ্রামীণ স্তরে কমিউনিটি ক্যাডার তৈরিতেও সাহায্য করবে এই প্রকল্প। 

অংশীদারিত্বমূলক গ্রামীণ উদ্যোক্তার আওতায় তাদের উদ্যোগ শুরু করার জন্য ব্যাঙ্কিং ব্যবস্থাপনা সহ মুদ্রা ব্যাঙ্ক থেকে আর্থিক সাহায্যের সুবিধা মিলবে। এই সমঝোতা স্বাক্ষরের অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রকের সচিব শ্রী রাজেশ আগরওয়াল জানিয়েছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যেভাবে ভারতীয়দের চাকরি প্রার্থী থেকে চাকরি দাতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখিয়েছেন তারই অঙ্গ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে স্টার্ট-আপ গ্রামীণ শিল্পোদ্যোগ কর্মসূচি একটি উদ্ভাবনী ইকো ব্যবস্থাপনা তৈরিতে সাহায্য করবে। তিনি জানান, এই প্রকল্পটি প্রয়োজনীয় আর্থিক সহায়তার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সকলকে সমান সুযোগ সুবিধা দেবে। এই অংশীদারিত্বমূলক গ্রামীণ জনগোষ্ঠীকে প্রশিক্ষণের সাহায্য এবং তাদের আয় বৃদ্ধির জন্য বিশেষ সুযোগ করে দেবে বলেও উল্লেখ করেন তিনি। শ্রী আগরওয়াল জানান, এতে আত্মনির্ভর ভারত গড়ার পথ প্রশস্ত হবে। তিনি বলেন, গ্রামীণ উদ্যোক্তা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গ্রামীণ বা প্রত্যন্ত ভৌগলিক অঞ্চলে বসবাসকারী লোকেদের জন্য গ্রামীণ উদ্যোক্তাদের মাধ্যমে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন। 

 

CG/SS/SKD/


(Release ID: 1803688) Visitor Counter : 228