সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
দুর্ঘটনার বিশদ বিবরণ এবং বিমা শংসাপত্রে বৈধ মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে
Posted On:
03 MAR 2022 12:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ মার্চ, ২০২২
মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইম ট্রাইব্যুনাল (এমএসিটি)-এর মাধ্যমে দ্রুত দাবি নিষ্পত্তির জন্য বিভিন্ন পক্ষের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সড়ক দুর্ঘটনার বিশদ বিবরণ, তদন্তের বিশদ তথ্য অনুযায়ী পদক্ষেপ গ্রহণ বাধ্যতামূলক করে চলতি বছরের ২৫শে ফেব্রুয়ারি সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এছাড়াও, বিমা শংসাপত্রে বৈধ মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/mar/doc20223321601.pdf
CG/SS/SB
(Release ID: 1802701)
Visitor Counter : 187