স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৭৭ কোটি ৫০ লক্ষ ছাড়িয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ লক্ষের কাছাকাছি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৫৬ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৩
এই মুহূর্তে করোনায় চিকিৎসাধীনের সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৬০১
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.১৭ শতাংশ
प्रविष्टि तिथि:
28 FEB 2022 10:18AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
ভারতে এ পর্যন্ত ১,৭৭,৫০,৮৬,৩৩৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে ৪,৯০,৩২১ জনকে।
স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৪,০১,৫৩৫ জন টিকার প্রথম ডোজ, ৯৯,৬৬,৩৯৮ জন টিকার দ্বিতীয় ডোজ এবং ৪১,৭০,৯৯৭ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৪,০৯,৪৫২ জন প্রথম ডোজ, ১,৭৪,৪১,৩৭০ জন দ্বিতীয় ডোজ এবং ৬২,১৭,৩৩২ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৫,৪৭,৯৪,৪৫৯ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২,৭৪,৮৭,৩৭০ জন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫৫,১৭,৪৯,২৫৮ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৪,৩৮,৯৮,৭০৮ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২০,২২,৬৪,১০১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৮,০০,৮৪,৬৬২ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১২,৬৪,০৩,০০৪ জন প্রথম ডোজ, ১১,২১,৭৪,৬৪১ জন দ্বিতীয় ডোজ এবং ৯৬,২৩,০৪৮ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। এ পর্যন্ত দেশে মোট ২,০০,১১,৩৭৭টি সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।
কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৬৫ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৪ কোটি ২৩ লক্ষ ৭ হাজার ৬৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৮.৫৬ শতাংশ।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ১৩ জন। বর্তমানে ১ লক্ষ ২ হাজার ৬০১ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.২৪ শতাংশ চিকিৎসাধীন।
দেশ জুড়ে নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৭ লক্ষ ২৩ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৭৬ কোটি ৭৪ লক্ষ ৮১ হাজার ৩৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ভারতে নমুনা পরীক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ১.১৭ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ১.১১ শতাংশ।
CG/CB/SB
(रिलीज़ आईडी: 1801775)
आगंतुक पटल : 183