স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৭৭ কোটি ৪৪ লক্ষ ছাড়িয়েছে
দেশে গত ২৪ ঘন্টায় ২৪ লক্ষ ৫ হাজারের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৫.৫৪ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৭৩
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ১১ হাজার ৪৭২
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ১.২৬ শতাংশ
प्रविष्टि तिथि:
27 FEB 2022 9:17AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
দেশে গত ২৪ ঘন্টায় ২৪ লক্ষ ৫ হাজার ৪৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরফলে, আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১৭৭ কোটি ৪৪ লক্ষ ৮ হাজার ১২৯।
আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
|
স্বাস্থ্যকর্মী
|
প্রথম ডোজ
|
১,০৪,০১,৫০৩
|
|
দ্বিতীয় ডোজ
|
৯৯,৬৬,০৩৫
|
|
প্রিকশন ডোজ
|
৪১,৬৮,০১৯
|
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
|
১,৮৪,০৯,৩৮৪
|
|
দ্বিতীয় ডোজ
|
১,৭৪,৪০,২০৯
|
|
প্রিকশন ডোজ
|
৬১,৯৯,৩৪৭
|
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫,৪৭,৬৩,১৮৮
|
|
দ্বিতীয় ডোজ
|
২,৭৩,৪৬,৮১৮
|
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫৫,১৬,৯৯,৩৭৮
|
|
দ্বিতীয় ডোজ
|
৪৪,৩৬,০১,৮৪৮
|
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
২০,২২,৫৬,০১৪
|
|
দ্বিতীয় ডোজ
|
১৮,০০,১৬,২৯৩
|
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
|
১২,৬৩,৯৬,০০৯
|
|
দ্বিতীয় ডোজ
|
১১,২১,৩৩,৯৭৪
|
|
প্রিকশন ডোজ
|
৯৬,১০,১১০
|
|
প্রিকশন ডোজ
|
১,৯৯,৭৭,৪৭৬
|
|
মোট
|
১,৭৭,৪৪,০৮,১২৯
|
দেশে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ২০ হাজার ৪৩৯ জন। এর ফলে, মহামারীর শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২২ লক্ষ ৯০ হাজার ৯২১।
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৫৪ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৭৩।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ১১ হাজার ৪৭২। এরফলে দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের হার ০.২৬ শতাংশ।
দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ২২ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৭৬ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার ৫১৮।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ১.২৬ শতাংশ। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.০০ শতাংশ।
CG/BD/AS/
(रिलीज़ आईडी: 1801646)
आगंतुक पटल : 227