যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
ব্যাডমিন্টনে ভারতীয় ডাবলস্ দলের প্রশিক্ষক হিসাবে তান কিম হার – এর নিয়োগে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অনুমোদন
प्रविष्टि तिथि:
25 FEB 2022 3:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ২০২৬ সালে এশিয়ান গেমস্ পর্যন্ত ব্যাডমিন্টনে ভারতীয় ডাবলস্ দলের প্রশিক্ষক হিসাবে মালয়েশিয়ার বিশিষ্ট প্রশিক্ষক তান কিম হার-কে নিয়োগে অনুমতি দিয়েছে। ৫০ বছর বয়সী মালয়েশিয়ার প্রাক্তন এই ব্যাডমিন্টন তারকা দেশে ডাবলস্ দলের খেলোয়াড়দের মধ্যে আরও ভালো বোঝাপড়া গড়ে তুলতে সাহায্য করবেন।
বর্তমানে ব্যাডমিন্টনে বিশ্ব ডাবলস্ ক্রমতালিকায় অষ্টম স্থানে থাকা ২৪ বছর বয়সী চিরাগ রেড্ডি এবং স্বাত্বিক রানকিরেড্ডি বিশিষ্ট এই প্রশিক্ষকের ভারতীয় দলে যোগদানকে স্বাগত জানিয়েছেন। প্রশিক্ষক তান কিম হার আবার আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। ভারতের এই দুই ব্যাডমিন্টন তারকা আরও বলেছেন, আমরা এটাই চেয়েছিলাম যে, তিনি ফিরে আসুন। প্রকৃতপক্ষে আমাদের দু’জনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে তিনি আগে অনেক সাহায্য করেছিলেন। তিনি আমাদের যাবতীয় সংশয় দূর করে প্রতিপক্ষের বিরুদ্ধে আস্থার সঙ্গে মোকাবিলা করার মানসিকতা গড়ে তুলেছিলেন। আমরা আজ যে পর্যায়ে পৌঁছেছি, তাতে তান কিম হার – এর বড় অবদান রয়েছে। তিনি আমাদের ডাবলস্-এ বিশ্বে প্রথম ১৬ নিয়ে আসতে সাহায্য করেছে। তাঁকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং মন্ত্রকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।
CG/BD/SB
(रिलीज़ आईडी: 1801252)
आगंतुक पटल : 182