স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আগামীকাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বাজেট পরবর্তী ওয়েবিনারের সূচনা করবেন

Posted On: 25 FEB 2022 10:11AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল ১০টায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বাজেট পরবর্তী ওয়েবিনারের সূচনা করবেন। ওয়েবিনারে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, ই-সঞ্জিবনী এবং টেলিমেন্টাল হেলথ কর্মসূচি – এই ৩টি বিষয়ের উপর আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

স্বাস্থ্য ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে যুক্ত করার উদ্দেশ্যেই এই ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। ওয়েবিনারে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ-আলোচনা সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, নীতি আয়োগ, শিল্প সংস্থা, স্টার্টআপ, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বক্তব্য রাখবেন। এই ওয়েবিনারের পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া এবং কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল।

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন : নীতি আয়োগের সদস্য ডঃ ভি কে পল ওয়েবিনারের এই পর্বটির পরিচালনা করবেন। নারায়ণ হেলথ – এর চেয়ারম্যান ডাঃ দেবী শেঠী সহ বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

জাতীয় টেলিমেডিসিন উদ্যোগ ও ই-সঞ্জিবনী : ওয়েবিনারের এই পর্বটির পরিচালনা করবেন পিএইচএফআই – এর সভাপতি অধ্যাপক কে শ্রীনাথ রেড্ডি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্মসচিব শ্রী লব আগরওয়াল, ই-সঞ্জিবনীর বিষয়টি তুলে ধরবেন। 

টেলিমেন্টাল হেলথ কর্মসূচি : নিমহ্যান্সের অধিকর্তা ডাঃ প্রতিমা মূর্তি ওয়েবিনারের এই পর্বটির পরিচালনার দায়িত্বে থাকবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতাধীন জাতীয় স্বাস্থ্য মিশনের আধিকারিক শ্রী বিকাশ শীল এ বিষয়ে বক্তব্য রাখবেন। 

প্রধানমন্ত্রীর ভাষণটি ডিডি নিউজে সরাসরি সম্প্রচারিত হবে।

 

CG/SS/SB


(Release ID: 1801140) Visitor Counter : 196