যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, গ্রামে ব্রডব্যান্ডের মাধ্যমে শুধু সুযোগ-সুবিধাই পৌঁছে দেওয়া হবে না, এর সাহায্যে গ্রামীণ স্তরে দক্ষ যুব শক্তি গড়ে তোলা হবে

Posted On: 23 FEB 2022 5:10PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৩ ফেব্রুয়ারি,  ২০২২

 

গ্রামীণ ডিজিটাল সংযোগ আর কোন নিছক চাহিদা নয়, বরং এটি একটি আবশ্যিক হয়ে উঠেছে । কেন্দ্রীয় বাজেট ২০২২-এ সম্প্রতি ঘোষিত গ্রামনোন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব নিয়ে আয়োজিত ওয়েবিনারে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী । ওয়েবিনারের বিষয় ভাবনা ছিল ‘কোন নাগরিক যাতে পেছনের সারিতে না পড়ে থাকেন’ । এর মূল লক্ষ্য হল কাউকে পিছিয়ে না রেখে প্রতিটি পরিবার এবং গ্রামীণ ক্ষেত্রে নানান চাহিদা পূরণের সঙ্গে সকলের উন্নতির অভিন্ন লক্ষ্যে এগিয়ে যাওয়া । এই লক্ষ্য পূরণে দেশের শিল্প সংস্থার প্রতিনিধি, নীতি নির্ধারক এবং সরকারি আধিকারিকরা বাজেটের ইতিবাচক প্রভাব সম্পর্কে ওয়েবিনারে মতামত জানিয়েছেন । 

ওয়েবিনারের ভাষণে প্রধানমন্ত্রী জানান, গ্রামে ব্রডব্যান্ডের মাধ্যমে শুধু সুযোগ-সুবিধাই পৌঁছে দেওয়া হবে না, এর সাহায্যে গ্রামীণ স্তরে দক্ষ যুব শক্তি গড়ে তোলা হবে । তিনি বলেন, ব্রডব্যান্ড গ্রামীণ এলাকায় পরিষেবা ক্ষেত্রকে প্রসারিত এবং অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে । এই লক্ষ্য অর্জনে গ্রামীণ স্তরে এধরণের সংযোগ গড়ে তোলা ও সুস্থ প্রতিযোগিতার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রয়জনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী ।

২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে টেলিকম ক্ষেত্রে উৎসাহদানে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার । গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী মূল্যে ব্রডব্যান্ড এবং মোবাইল পরিষেবার কীভাবে বিস্তার ঘটানো যায় তা নিয়েও উদ্যোগী কেন্দ্রীয় সরকার । ২০২৫ সালের মধ্যে দেশের সমস্ত গ্রামকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে জোড়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে । 

তাই বাজেটে ঘোষিত পরিকল্পনাগুলিকে এগিয়ে নিয়ে যেতে এবং এরসঙ্গে যুক্ত সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা চালানোর জন্য যোগাযোগ মন্ত্রক একাধিক ওয়েবিনারের আয়োজন করেছে । এদিনের এই ওয়েবিনারটির সঞ্চালনা করেন টেলি যোগাযোগ দফতরের সচিব শ্রী কে রাজারমন । উপস্থিত ছিলেন বিএসএনএল-এর সিএমডি শ্রী পি কে পুরওয়ার, ভারতী এয়ারটেলের সিইও শ্রী গোপাল ভিত্তল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । ডিজিটাল মাপকাঠি আর্থিক, সামাজিক উন্নয়ন সহ গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের প্রধান ভিত্তি । তাই ১০০ শতাংশ এই লক্ষ্য অর্জনে সকল পক্ষকে একযোগে কাজ করতে হবে । এদিন ওয়েবিনারে এই ব্রডব্যান্ড পরিষেবার সমস্যার বিষয় নিয়ে আলোচনা হয় । গ্রামীণ এলাকায় কীভাবে দ্রুত ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়া যায় তা নিয়েও অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তি মত প্রকাশ করেন । 

 

CG/SS/RAB



(Release ID: 1800737) Visitor Counter : 144