স্বরাষ্ট্র মন্ত্রক

মোদী সরকার অপরাধ বিচার ব্যবস্থায় তথ্যের আদান-প্রদান সংক্রান্ত কর্মসূচিটি ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ পর্যন্ত রূপায়ণের প্রস্তাব অনুমোদন করেছে

Posted On: 18 FEB 2022 1:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

 

মোদী সরকার ৩ হাজার ৩৭৫ কোটি টাকা ব্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের অপরাধ বিচার ব্যবস্থায় তথ্যের আদান-প্রদান সম্পর্কিত কর্মসূচিটি ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ পর্যন্ত রূপায়ণের প্রস্তাব অনুমোদন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের নেতৃত্বে এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে অপরাধ বিচার প্রক্রিয়ায় তথ্যের আদান-প্রদান ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করে তোলা হবে। কেন্দ্রীয় স্তরের একটি উদ্যোগ হিসাবে এই কর্মসূচিটি রূপায়িত হবে। হাইস্পীড ইন্টারনেট যোগাযোগ সহ একটি স্বতন্ত্র ও নিরাপদ ক্লাউডবেসড্‌ পরিকাঠামোর মাধ্যমে এই ব্যবস্থা চালু হবে। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো (এনসিআরবি) ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সহযোগিতায় এই কর্মসূচিটি রূপায়ণ করবে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় অপরাধ বিচার ব্যবস্থায় তথ্যের আদান-প্রদান সম্পর্কিত কর্মসূচিটি রূপায়িত হবে। 

উল্লেখ করা যেতে পারে, তথ্যের আদান-প্রদানের ক্ষেত্রে অপরাধ বিচার ব্যবস্থা এমন একটি জাতীয় স্তরের মঞ্চ, যেখানে ৫টি স্তম্ভের মাধ্যমে বিচার ব্যবস্থার সুফল পৌঁছে দিতে তথ্য প্রযুক্তি-ভিত্তিক পদ্ধতিগুলির সমাবেশ ঘটবে। এই ৫টি স্তম্ভ হ’ল – পুলিশ (অপরাধ ও অপরাধী নজরদারি এবং নেটওয়ার্ক ব্যবস্থা; ফরেন্সিক ল্যাবগুলির জন্য ই-ফরেন্সিক; আদালতগুলির জন্য ই-আদালত; সরকারি আইনজীবীদের জন্য বৈদ্যুতিন পদ্ধতিতে মামলা পরিচালনা; কারাবন্দীদের জন্য ই-কারা ব্যবস্থা। 

‘ওয়ান ডেটা ওয়ান এন্ট্রি’ নীতি অনুসরণ করে এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের রূপায়ণ হবে। অপরাধের খতিয়ান ঐ ৫টি স্তম্ভের কোনও একটি ব্যবস্থায় উল্লেখ করা হলেই তা অন্য স্তম্ভগুলির মাধ্যমে দেখতে পাওয়া যাবে। এজন্য প্রতিটি স্তম্ভে ডেটার পুনরায় উল্লেখ করার প্রয়োজন পড়বে না। 

 

CG/BD/SB



(Release ID: 1799264) Visitor Counter : 134