স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

সম্প্রীতির প্রতীক সাধক শ্রী রবিদাসজীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ

प्रविष्टि तिथि: 16 FEB 2022 10:23AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি, ২০২২

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ সাধক পূজনীয় শ্রী রবিদাসজীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। একগুচ্ছ ট্যুইটে শ্রী শাহ বলেছেন, “চিন্তাভাবনা ও সৃজনশীলতার মধ্য দিয়ে সমাজে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে সাধক শ্রী রবিদাসজী মানবজাতির কল্যাণের দিশা দেখিয়েছিলেন। একতা, সমতা ও কাজের প্রতি অগ্রাধিকারে তাঁর বার্তা আমাদের সর্বদাই পথ দেখাবে”। 

শ্রী শাহ আরও বলেছেন, “প্রত্যেক ব্যক্তির সমানাধিকার ও ন্যায় সুনিশ্চিত করতে সাধক রবিদাসজী সারা জীবন উৎসর্গ করেছিলেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সাধক রবিদাসজীর চিন্তাধারা বাস্তবায়নের মধ্য দিয়ে এবং সার্বিক অগ্রগতির অংশীদার করে তুলে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের জীবনযাপনের মানোন্নয়নে নিরলস কাজ করে চলেছে”।

 

CG/BD/SB


(रिलीज़ आईडी: 1798769) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam