প্রধানমন্ত্রীরদপ্তর
সন্ত রবিদাস-এর জন্মজয়ন্তীর প্রাক্কালে প্রধানমন্ত্রী তাঁকে স্মরণ করেছেন
Posted On:
15 FEB 2022 7:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সন্ত রবিদাস-এর জন্মজয়ন্তীর প্রাক্কালে তাঁকে স্মরণ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, পূজ্য শ্রী গুরু রবিদাস জী-র চেতনাকে তার সরকার আত্মস্থ করেছে ভেবে তিনি গর্বিত বোধ করেন।
একাধিক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন;
“আগামীকাল মহান সাধক গুরু রবিদাস জী-র জন্মবার্ষিকী। তিনি যেভাবে সমাজ থেকে জাতপাত ও অস্পৃশ্যতার মতো কুপ্রথা নির্মূল করতে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন, তা আজও আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।”
“এই উপলক্ষে, আমি সন্ত রবিদাস জী-র পবিত্র স্থান সম্পর্কে কিছু কথা স্মরণ করতে পারি। ২০১৬ এবং ২০১৯ সালে আমি সেখানে গিয়ে প্রণাম এবং নোঙ্গর খানায় উপস্থিত থাকার সৌভাগ্য লাভ করেছি। একজন সাংসদ হয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ছিলাম যে, সেখানে কোনো অভাব থাকবে না। মাজারের জন্য উন্নয়নের কাজ হবে।”
“আমি বলতে গর্ব অনুভব করছি যে, আমাদের সরকারের প্রতিটি পদক্ষেপে এবং প্রতিটি পরিকল্পনায় শ্রদ্ধেয় শ্রী গুরু রবিদাস জী-র চেতনা প্রতিফলিত হয়েছে ও আগামী দিনেও হবে।”
CG/SS/SKD/
(Release ID: 1798717)
Visitor Counter : 123
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam