সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

ভিন্নভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক ‘সামাজিক অধিকারিতা শিবির’ ও ‘সুসংহত ভ্রাম্যমাণ পরিষেবার জন্য একটি ভ্যানের যাত্রার সূচনা করবেন

Posted On: 12 FEB 2022 2:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২২

 

কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের রাষ্ট্রীয় বয়শ্রী যোজনার মাধ্যমে ভিন্নভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের এডিআইপি কর্মসূচির মাধ্যমে  মধ্যপ্রদেশের ছাতারপুরে একটি সামাজিক অধিকারিতা শিবিরের আয়োজন করেছে। এই শিবির থেকে ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়ন দপ্তর ছাতারপুর জেলা প্রশাসন ও অ্যালিমকোর সঙ্গে যৌথ উদ্যোগে সহায়ক সরঞ্জাম প্রদান করবে। ছাতারপুরে রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়-১ এ ১৩ই ফেব্রুয়ারি বেলা ১২টার সময় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

শিবিরে ১৩৯১ জন ভিন্নভাবে সক্ষম বা দিব্যাঙ্গজনকে এবং ৫৫৩ জন প্রবীণ নাগরিককে ৫২৮৬টি সহায়ক সরঞ্জাম্ বিনামূল্যে দেওয়া হবে – যার আর্থিক মূল্য ২ কোটি ৩৩ লক্ষ টাকা। সম্পূর্ণ কোভিড বিধি মেনে সরঞ্জামগুলি বন্টন করা হবে।

কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। তিনি এই অনুষ্ঠানে অ্যালিমকোর তৈরি সুসংহত মোবাইল পরিষেবা ভ্যানের সূচনা করবেন। এর সাহায্যে ভিন্নভাবে সক্ষমদের জন্য সহায়ক সরঞ্জামগুলি কিভাবে ব্যবহার করতে হয়, সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে। এছাড়াও, কৃত্রিম অঙ্গ ব্যবহারের ক্ষেত্রে কি কি পন্থা-পদ্ধতি অবলম্বন করতে হবে, সে সম্পর্কে বিশদে জানানো হবে। রাষ্ট্রীয় বয়শ্রী যোজনার আওতায় ভিন্নভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের কেন্দ্র বিনামূল্যে সহায়ক যন্ত্র প্রদান করে। অনুষ্ঠানে মধ্যপ্রদেশ স্টেট সিভিল সাপ্লাইজ কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও বাদামলেহরার বিধায়ক শ্রী প্রদ্যুন্ম সিং লোধি সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়াও, অ্যালিমকোর কর্ণধার শ্রী রাজন সেহগল, সংস্থার প্রবীণ আধিকারিকরা এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।  

 

CG/CB/SB



(Release ID: 1798044) Visitor Counter : 152