শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশেষ অর্থনৈতিক অঞ্চল

प्रविष्टि तिथि: 11 FEB 2022 3:37PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১১  ফেব্রুয়ারি, ২০২২

                       

দেশে বর্তমানে ৪২৫টি অনুমোদিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে। আজকের তারিখের হিসেব অনুযায়ী ৩৭৬টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর মধ্যে ২৬৮টি অর্থনৈতিক অঞ্চল  কার্যকর রয়েছে। মূলত বেসরকারী বিনিয়োগে উৎসাহদানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়। তবে বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্যের মন্দাভাব, আর্থিক নানা সুযোগ-সুবিধের পরিবর্তন সহ বিভিন্ন কারণে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলি গড়ে তোলা বা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। ২০০৫ সালের বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনের ৩০ নম্বর ধারা অনুসারে যেসব পণ্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে অভ্যন্তরীণ রাজস্বের তালিকাভুক্ত  করা হয় সেগুলির ওপর গোপনে অ্যান্টিডাম্পিং সংক্রান্ত রাজস্ব বসানো হয়। ১৯৭৫ সালের সীমাশুল্ক আইন অনুযায়ী এই ধরণের সামগ্রী  বিদেশ থেকে আমদানি করা হলে, তখনই এগুলির ওপর এই রাজস্ব নির্ধারিত হয়।    

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল।

 

CG/CB/NS


(रिलीज़ आईडी: 1797912) आगंतुक पटल : 263
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Gujarati , Tamil , Malayalam