পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বামীত্ব কর্মসূচি সম্পর্কে


সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে ২৯টি রাজ্যের মউ স্বাক্ষর

Posted On: 09 FEB 2022 3:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২২

 

কেন্দ্রীয় স্তরের সার্ভে অফ ভিলেজেস অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড্‌ টেকনোলজি ইন ভিলেজ এরিয়াজ (স্বামীত্ব) কর্মসূচির সূচনা হয় ২০২০-২১ অর্থবর্ষে। এই কর্মসূচির উদ্দেশ্য হ’ল গ্রামে বসবাসকারী ব্যক্তিদের নিজস্ব বাসস্থানের আইনি অধিকার দেওয়া, যা সম্পত্তি কার্ড বা সম্পত্তির দলিল নামে পরিচিত। এই কর্মসূচি কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক, সার্ভে অফ ইন্ডিয়া, রাজ্য রাজস্ব দপ্তর, রাজ্য পঞ্চায়েতি রাজ দপ্তর এবং ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের যৌথ সহযোগিতায় রূপায়িত হচ্ছে। কর্মসূচি রূপায়ণের জন্য রাজ্যগুলিকে সার্ভে অফ ইন্ডিয়ার সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরিত করতে হয়। এখনও পর্যন্ত ২৯টি রাজ্য সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে এই মউ স্বাক্ষর করেছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে – অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, উত্তর প্রদেশ, রাজস্থান, গুজরাট, ছত্তিশগড়, আসাম, ত্রিপুরা, সিকিম, ঝাড়খন্ড প্রভৃতি। 

রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান পঞ্চায়েতি রাজ প্রতিমন্ত্রী শ্রী কপিল মোরেশ্বর পাটিল।

 

CG/BD/SB


(Release ID: 1796967) Visitor Counter : 195